X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

এসডিজি অর্জনের পথেই এগিয়ে যাচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৯, ২০:৪২আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২১:০২

বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথেই বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেছেন, ‘ভবিষ্যতের দিকে নজর রেখে বর্তমানের চাহিদা পূরণই হচ্ছে এসডিজি। এসডিজির প্রথম লক্ষ্য হচ্ছে, দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তোলা। বাংলাদেশকে এগিয়ে নিতে এসডিজি খুবই গুরুত্বপূর্ণ এবং সরকার সে লক্ষ্য অর্জনের পথেই এগিয়ে যাচ্ছে।’

শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ পৃথিবী গড়ে তুলতে দেশের ১৬ কোটি মানুষকে এসডিজি সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে। মনে রাখতে হবে, আয়ের চেয়ে ব্যয় অবশ্যই কমাতে হবে, অর্থাৎ আয়ের কিছু অংশ জমা রেখে ব্যয়ের অভ্যাস গড়ে তোলার মাধ্যমেই এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে পৌঁছানো সম্ভব।’

তিনি আরও বলেন, ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) বাস্তবায়নে বাংলাদেশ ইতোমধ্যেই সফল দেশ হিসেবে বিবেচিত হয়েছে। তাই এমডিজি বাস্তবায়নের ভিত্তিকে বিবেচনায় নিয়ে ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।’

তিনি বলেন, ‘সব সেক্টরকে সমানতালে এগিয়ে নিয়ে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিবেদিতপ্রাণ। প্রধানমন্ত্রী ইতোমধ্যেই সরকারের প্রতিটি সেক্টরে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে দুর্নীতির উর্ধ্বে থেকে আদর্শ ও ন্যায়-নীতির সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন, যাতে আমরা এসডিজি বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আদর্শ বাংলাদেশ গড়ে তুলতে পারি।’

বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আকরাম হোসেন চৌধুরী, বিডার নির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসিরুজ্জামান এবং পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বক্তব্য রাখেন। কর্মশালায় রাজশাহী ও রংপুর বিভাগের জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, প্লে-অফে হায়দরাবাদ
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, প্লে-অফে হায়দরাবাদ
৩০০ ফুট সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে ‘ওভার স্পিড’ মামলা
৩০০ ফুট সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে ‘ওভার স্পিড’ মামলা
৪৪৮ হজযাত্রীর ভিসা হয়নি, এজেন্সির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি
৪৪৮ হজযাত্রীর ভিসা হয়নি, এজেন্সির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি
‘গাঁজা সেবনে’ বাধা দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৩
‘গাঁজা সেবনে’ বাধা দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৩
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প