X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘বিশেষজ্ঞ ডাক্তার’র ভুয়া পদবি ব্যবহার করায় জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ মার্চ ২০১৯, ০৫:২৬আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০৫:৩১

সিরাজগঞ্জ পল্লি চিকিৎসক হয়েও প্রেসক্রিপশনে বিশেষজ্ঞ ডাক্তারের ভুয়া পদবি লিখে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে একজনকে জরিমানা করা হয়েছে। তার নাম সেলিম আহম্মেদ। সোমবার (২৫ মার্চ) তাকে জরিমানা করা হয়।

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব সরকার এ জরিমানা করেন।

হাসিব সরকার জানান, সোমবার দুপুরে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ অনুযায়ী বিশেষজ্ঞ ডাক্তারের ভুয়া পদবি ব্যবহার করায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে তিনি আর এমন প্রতারণা বা অনৈতিক কাজ করবেন না মর্মে মুচলেকা দেন। পরে জরিমানা আদায় করে সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়।

সেলিম শাহজাদপুরের দ্বারিয়াপুর বাজারের কাদের ড্রাগ হাউজ নামে একটি ওষুধ দোকানে মালিক। তার বাড়ি পৌর এলাকার মনিরামপুর মহল্লায়।

সেলিমকে ভ্রাম্যমাণ আদালতে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড না দিয়ে শুধু জরিমানা করে ছেড়ে দেওয়ায় শাহজাদপুর পৌরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়।

এই প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব সরকারের মন্তব্য, ‘অভিযানের সময় ওই পল্লী চিকিৎসকের হৃদস্পন্দন আকস্মিক বেড়ে যায়। বড় ধরনের ঝুঁকি এড়াতে কারাদণ্ড না দিয়ে তাকে সর্বোচ্চ অর্থদণ্ড দেওয়া হয়েছে।  মুচলেকা নিয়ে পৌর মেয়রসহ গণ্যমান্য তিনজনের জিম্মায় সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

এলাকাবাসীর অভিযোগ বিশেষজ্ঞ ডাক্তারের মতো দীর্ঘদিন তিনি রোগীদের প্রেসক্রিপশনে এন্টিবায়োটিক মেডিসিন লিখতেন। স্থানীয় ক্লিনিক মালিকদের কাছ থেকে কমিশনের টাকা হাতিয়ে নিতে প্রেসক্রিপশনে প্রায়ই নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষাও দিদেন। বিষয়টি জেলা প্রশাসক কার্যালয়ের সভায়ও উত্থাপিত হয়। পরে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার নির্দেশে সোমবার (২৫ মার্চ) সেলিমের মনিরামপুরের বাসা থেকে তাকে আটক করা হয়। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
এখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা