X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৬

বগুড়ায় রাস্তার পাশ থেকে সরকারি গাছ কেটে নেওয়া হচ্ছে

বগুড়ায় খোট্টপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজীউল হকের বিরুদ্ধে রাস্তার পাশ থেকে ১২টি সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে চেয়ারম্যান জানান গ্রামবাসীকে নৌকা বাইচের নৌকা বানানোয় সহযোগীতা করার জন্য গাছ কাটা হয়েছে।

অভিযোগে জানা গেছে, খোট্টপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক ১৩ সেপ্টেম্বর শুক্রবার ডোগলাপাড়া গ্রামের রাস্তার পাশ থেকে তিনটি ইউক্যালিপটাস গাছ কেটে নেন। কিছুদিন আগে তিনি ওই ইউনিয়নের বোহাইল গ্রামের রাস্তার পাশ থেকে একটি মেহগুনি, দুটি ইউক্যালিপটাস ও জালসুকা গ্রাম থেকে তিনটি ইউক্যালিপটাস গাছ কেটে নেন। এছাড়াও খোট্টাপাড়া, ভ্রমরকুটি ও খলিসাকান্দি গ্রাম থেকে একটি করে শিশু গাছ কেটে নেন।

স্থানীয়রা জানায়, গাছগুলো চেয়ারম্যান ফারুক ও আওয়ামী লীগ সভাপতি গাজী নিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবলীগ নেতা জানান, তারা নৌকা বানানোর কথা বলে গাছগুলো কেটে নিয়েছেন।

শনিবার দুপুরে শাজাহানপুর উপজেলার নারিল্যা গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে একটি নৌকা তৈরি করা হয়েছে। ৭২ হাত লম্বা নৌকাটি তৈরি করতে প্রায় তিন লাখ টাকা ব্যয় হয়েছে। গ্রামবাসী জানায় আওয়ামী লীগ নেতাদের তৈরি ওই নৌকাটি এখানে প্রদর্শনের জন্য রাখা হবে। চেয়ারম্যান ফারুক শুক্রবার রাতে জালসুকা গ্রামের হরিতলা বাজারে সভা ডেকে এ সিদ্ধান্ত নিয়েছেন।

গাছ কাটা প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা গাজী জানান, ‘গাছগুলো থাকলে ফসলের ক্ষতি হবে, তাই কাটা হয়েছে। আর কাটলে তো সরকারি গাছই কাটতে হবে।’

ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল্লাহ আল ফারুক জানান, ডোগলাপাড়া গ্রাম থেকে দুটি মরা গাছ কাটা হয়েছে। নৌকা বাইচের জন্য গ্রামবাসী একটি নৌকা তৈরি করছে। তাদের সহায়তা করার জন্য গাছ দুটি দিয়েছেন।

এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফুয়ারা খাতুন জানান, অনুমোদন ছাড়া কোনও গাছ কাটা হয়ে থাকলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে