X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ঘুষের টাকাসহ ভূমি উপ-সহকারী কর্মকর্তা আটক

বগুড়া প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৯, ১৩:৩৬আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৩:৫৩

গ্রেফতার




বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবদুল হান্নানকে (৪৫) ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুপুরে তাকে ঘুষের ১৩ হাজার টাকাসহ আটক করেছেন দুদক বগুড়ার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম। ওই দিন বিকালেই তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।

গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা আকতার জানান, প্রত্যক্ষদর্শী ভূমি অফিসের পিয়নরা লিখিত দিলে তহশিলদারকে সাময়িক বরখাস্তের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবেদন করবেন।

বগুড়া দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, গাবতলী উপজেলার জয়ভোগা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মতিউর রহমান মানিক তার পৈতৃক ১৩ শতক জমির খাজনা (ভূমিকর) দিতে সম্প্রতি নাড়ুয়ামালা ইউনিয়ন ভূমি অফিসে যান।

তখন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহশিলদার) আবদুল হান্নান হিসাব করে জানান, তাকে ১৪৩ টাকা খাজনা দিতে। কিন্তু এ খাজনা পরিশোধের জন্য তার কাছে আরও ১৩ হাজার টাকা ঘুষ দাবি করেন। মতিউর রহমান মানিক নিরুপায় হয়ে গত ১৪ অক্টোবর ১০৬ নম্বর হটলাইনে দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ে বিষয়টি জানান। পরে তাদের নির্দেশ মতো তিনি সেখানে লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে দুদকের একটি টিম রবিবার বেলা ২টা ৫০ মিনিটে ভূমি অফিসে ওঁৎ পেতে থাকেন। ওই কর্মকর্তা মানিকের কাছ থেকে ১৩ হাজার টাকা ঘুষ নিয়ে পকেটে রাখেন এবং শুধু ১৪৩ টাকার রশিদ দেন। এ সময় হাতেনাতে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবদুল হান্নানকে আটক করে দুদক। হান্নান বগুড়া সদরের বাঘোপাড়া গ্রামের মৃত আবদুল কাদেরে ছেলে। বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে বগুড়া শহরের মালতিনগর বৌ বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।

দুদক কর্মকর্তা আরও জানান, তিনি বাদী হয়ে আবদুল হান্নানের বিরুদ্ধে দুদক কার্যালয়ে  দন্ডবিধির ১৬১ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করেছেন। তাকে গাবতলী থানায় সোপর্দ করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ