X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ব্রিজের সংযোগ সড়ক সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন

বগুড়া প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৯, ১৩:১৫আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১৩:৫০

ব্রিজের ধসে যাওয়া সংযোগ সড়ক

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর বন্দর ব্রিজের সংযোগ সড়কটি এ বছরের বন্যায় দুপাশ থেকে ধসে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এতোদিনেও সড়কটি সংস্কার না করায় ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন। একটু অসতর্ক হলেই গভীর খাদে পড়ে প্রাণহানীর মত ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগীরা অবিলম্বে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর-কদমতলী হয়ে সারিয়াকান্দি সড়কটি খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন ওই সড়ক দিয়ে গাবতলী, সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার বিপুল সংখ্যক মানুষ মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল ও বাইসাইকেলে করে যাতায়াত করে। কৃষক ও ব্যবসায়ীরা তাদের পণ্য এ সড়ক ও রেলপথ দিয়ে দেশের বিভিন্ন মোকামে নিয়ে যায়। এছাড়াও ওই পথ দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকারা যাতায়াত করেন।

চলতি বছরের জুন মাসে বন্যায় পানির স্রোতে গাবতলী উপজেলার সুখানপুকুর বন্দরের কাছে ব্রিজের সংযোগ সড়কটি দুপাশ থেকে ধসে স্থানটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। সেখানে আজও মাটিভরাট করা হয়নি। একটু অসতর্ক হলেই পথচারী ও যানবাহন গভীর খাদে পড়ে যেতে পারে। এতে হতাহতের আশঙ্কা রয়েছে।

এ প্রসঙ্গে স্থানীয় কুড়িরপাড়া গ্রামের এমএ হাকিম, মতিন মাস্টার ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিএম মুসা পেস্তা জানান, গুরুত্বপূর্ণ সুখানপুকুর বন্দর দিয়ে প্রতিদিন সোনাতলা, গাবতলী ও সারিয়াকান্দি উপজেলার শত শত মানুষ এবং যানবাহন দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। ব্রিজের সংযোগ সড়কটি সংস্কার না করায় জনগণকে ঝুঁকি নিয়ে এ পথ দিয়ে চলাচল করতে হচ্ছে।

গাবতলীর নেপালতলী ইউনিয়নের চেয়ারম্যান একেএম লতিফুল বারী মিন্টু জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিক বার জানানো হয়েছে। ভুক্তভোগীরা অবিলম্বে সংযোগ সড়কটি সংস্কারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

গাবতলী উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা জানান, গত জুনের পর বন্যায় এলজিইডির ছোট-বড় চারটি ব্রিজের সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সংস্কারের জন্য এলজিইডির সাপোর্টিং ফর রুলার ব্রিজ প্রজেক্ট এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ও পুনর্বাসন প্রকল্পে চাহিদাপত্র পাঠানো হয়েছে। আগামী ২-১ মাসের মধ্যে বরাদ্দ আসার সম্ভবনা রয়েছে। এরপর সংযোগ সড়কগুলো সংস্কার করা হবে।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের উন্নয়নের বিষয়টি বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
দেশের উন্নয়নের বিষয়টি বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
আরসার বিরুদ্ধে অভিযান নিয়ে যা বললো র‌্যাব
আরসার বিরুদ্ধে অভিযান নিয়ে যা বললো র‌্যাব
‘মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না’
‘মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না’
বাড়ছে তাপমাত্রা, কমছে কৃষি উৎপাদন
খুলনা অঞ্চলে কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাববাড়ছে তাপমাত্রা, কমছে কৃষি উৎপাদন
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প