X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

নাটোর প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২০, ১২:৩৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৫:১৩

বন্দুকযুদ্ধ নাটোরের গুরুদাসপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি নিহত হয়েছে। তার নাম আবু হানিফ বেপারী (৪২)।পুলিশ সুপার লিটন কুমার সাহা ও গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, ১৬ জানুয়ারি অজ্ঞাতনামা আসামিরা গুরুদাসপুরের মনোয়ারা বেগমকে (৬২) তার বাড়িতে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় মনোয়ারার স্বামী হাতেম আলী বাদী হয়ে মামলা করেন।

মামলার সূত্র ধরে তদন্তে নামে গুরুদাসপুর থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় এই মামলার আসামিদেরকে শনাক্ত করা হয়। সিংড়া সার্কেল এএসপি জামিল আকতারের নেতৃত্বে গুরুদাসপুর থানার একটি টিম ২৩ জানুয়ারি রাত ১টার দিকে রাজধানী ঢাকার মেরুল বাড্ডা এলাকা থেকে হত্যা মামলার আসামি ও ভাড়াটে খুনি আবু হানিফ বেপারীকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে রাজধানীর বনশ্রী ও সিরাজগঞ্জের বেলকুচি থানার কল্যাণপুরে অভিযান পরিচালনা করা হয়। সেখানে তাদের না পেয়ে গুরুদাসপুরে ফিরে আসা হয়। সেখানে আসামিকে নিয়ে পুনরায় অভিযানে গেলে মামলার পলাতক আসামিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে আবু হানিফ বেপারী গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় পাইপগান এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। এই ঘটনায় দুই পুলিশ আহত হয়েছেন। তাদেরকে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এসপি লিটন কুমার জানান, পলাতক আসামিদের গ্রেফতারের জন্য থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহত আসামি বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

 

 

/এসটি/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
অবশেষে প্রার্থিতাই প্রত্যাহার করে নিলেন প্রতিমন্ত্রী পলকের শ্যালক
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
চ্যাম্পিয়নস লিগ, সেমিফাইনালভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস