X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বগুড়ায় করোনায় আরও তিন জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১৬ জুলাই ২০২০, ২১:৪৮আপডেট : ১৬ জুলাই ২০২০, ২১:৪৯

করোনাভাইরাস বগুড়ায় বুধবার (১৫ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত তিন ব্যক্তি মারা গেছেন। এর মধ্যে টিএমএসএস মেডিক্যাল কলেজ (টিএমসি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে দুই জন এবং শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে একজন মারা গেছেন। কোয়ান্টাম ফাউন্ডেশন, বগুড়া শাখার স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ প্রস্তুত, জানাজা ও দাফন করেছেন।

টিএমসি ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম রুবেল জানান, করোনাভাইরাস আক্রান্ত বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার আবদুল হান্নান (৫৫) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে মারা গেছেন। তিনি দৈনিক বগুড়া পত্রিকার স্টাফ রিপোর্টার জহুরুল ইসলামের বড় ভাই। করোনা উপসর্গ নিয়ে গত ১৩ জুলাই রাত সাড়ে ১১টার দিকে এই হাসপাতালে ভর্তি হন তিনি। পরদিন পাওয়া রিপোর্টে তিনি করোনা পজিটিভ হয়েছিলেন। শ্বাসকষ্ট বেশি হলে তাকে আইসিইউতে স্থানান্তর ও ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়। এরপরও বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

এছাড়া অর্জুন সাহা (৩৮) বগুড়া সদরের মানিকচক শাহ্পাড়ার বাসিন্দা। তিনি স্পেয়ার পার্টসের ব্যবসা করতেন। করোনা উপসর্গ নিয়ে গত ৩ জুলাই বেলা পৌনে একটার দিকে টিএমসি ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ হন। ১৪ জুলাই দ্বিতীয় দফা নমুনা দিলে আবারও করোনা ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুলাই রাত সাড়ে ৭টার দিকে মারা যান তিনি।

বগুড়া শজিমেক হাসপাতাল আইসোলেশন সূত্র জানায়, পরিবহন ব্যবসায়ী ফিরোজ হোসেন (৫৫) শহরের কামারগাড়ি এলাকার বাসিন্দা। তিনি করোনা উপসর্গ নিয়ে গত ৬ জুলাই রাত ৮টার দিকে এ হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষা করলে তিনি করোনা পজিটিভ হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১টা ১০মিনিটে মারা যান তিনি।

কোয়ান্টাম ফাউন্ডেশন, বগুড়া শাখার সংগঠক প্রকৌশলী মিজানুর রহমান জানান, স্বাস্থ্যবিধি মেনে তিন জনের মরদহে প্রস্তুত করা হয়। হাসপাতাল চত্বরে দুই জনের জানাজা করা হয়। পরে কবরস্থানে দুই জনকে দাফন এবং একজনকে শ্মশানে সৎকার করা হয়।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী
কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী
বিশ্বকাপ ফিরছে ব্রাজিলে
বিশ্বকাপ ফিরছে ব্রাজিলে
৮১তম জন্মদিনে একক বক্তৃতা দেবেন মেনন
৮১তম জন্মদিনে একক বক্তৃতা দেবেন মেনন
শরীফার গল্প ফেরাতে প্রতিবাদ করবে উদীচী
শরীফার গল্প ফেরাতে প্রতিবাদ করবে উদীচী
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক