বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন ৮১ বছরে পা দেবেন শনিবার (১৮ মে)। দলের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এই উপলক্ষে শনিবার বিকাল ৪টায় সেগুনবাগিচা সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে (সেগুনবাগিচা কাঁচাবাজারের উপরে ২০ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের ৪র্থ তলায়) ‘তারুণ্যের সান্নিধ্যে সমকালীন রাজনীতি’ প্রসঙ্গে একক বক্তব্য দেবেন তিনি।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৪৩ সালের ১৮ মে রাজনৈতিক পরিবারে জন্ম রাশেদ খান মেননের। পিতার কর্মস্থল ফরিদপুরে জন্ম হলেও তার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠিতে। তার পিতা ছিলেন স্পিকার ও বিচারপতি আব্দুল জব্বার খান।
রাশেদ খান মেননের ভাই ও বোনেরা হলেন— প্রয়াত সাদেক খান, প্রয়াত কবি আবু জাফর ওবায়দুল্লাহ, প্রয়াত প্রখ্যাত সাংবাদিক এনায়েতুল্লাহ খান, মুক্তিযোদ্ধা সংগঠক শহিদুল্লাহ খান বাদল, সুলতান মাহমুদ খান ও বোন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তার স্ত্রী সংসদ সদস্য লুৎফুন্নেসা খান, মেয়ে ড. সুবর্ণা খান ও ছেলে আনিক রাশেদ খান।
ষাটের দশকে সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলন, শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থানসহ অনেক আন্দোলনে নেতৃত্বদানকারী ভূমিকা রাখার জন্য ঢাকা সিটি করপোরেশন ২০০৮ সালের ৮ অক্টোবর রাজধানীর মগবাজার চৌরাস্তা থেকে বাংলামোটর রোড পর্যন্ত সড়কের নাম রাখে রাশেদ খান মেনন সড়ক।
১৯৬৩-৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি ও ১৯৬৪-৬৭ সালে সাবেক পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন তিনি।
১৯৭৯ সালে বরিশালে বাবুগঞ্জ ও গৌরনদী থেকে এবং ১৯৯১ সালে বাবুগঞ্জ উজিরপুর থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে তিনি ১৪ দলের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৩ সালের ১৮ নভেম্বর রাশেদ খান মেনন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নিযুক্ত হন। দশম, একাদশ ও দ্বাতীয় সংসদে তিনি সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করছেন।