X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মজনুকে সভাপতি ও রিপুকে সা.সম্পাদক করে বগুড়া আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি

বগুড়া প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২০, ২০:৩৫আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২৩:১৪

সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু মজিবর রহমান মজনুকে সভাপতি এবং রাগেবুল আহসান রিপুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট বগুড়া আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। প্রায় এক বছর পর সোমবার (২৩ নভেম্বর) দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠিতে কমিটি ঘোষণা করা হয়।

কমিটির ১১ জন সহ-সভাপতি হলেন—ডা. মকবুল হোসেন, তোফাজ্জল হোসেন দুলু, টি জামান নিকেতা, টি এম মুসা পেস্তা, অ্যাডভোকেট আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, অ্যাডভোকেট আমান উল্লাহ, প্রদীপ কুমার রায় ও মিজানুর রহমান সেলিম।

তিন জন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন—মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু ও সাগর কুমার রায়।

এছাড়া আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তবিবর রহমান তবি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মনসুর রহমান মুন্নু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহ্ আখতারুজ্জামান ডিউক, দফতর সম্পাদক আল রাজি জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল খালেক বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, বন ও পরিবেশ সম্পাদক শেরিন আনোয়ার জর্জিস, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম আক্কাস, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন রহমান সীমা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান মিন্টু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তপন চক্রবর্তী, শ্রমিক সম্পাদক রুহুল মোমিন তারিক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক এসএম শাহজাহান এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হন এবিএম জহুরুল হক বুলবুল।

তিন সাংগঠনিক সম্পাদক হলেন—শাহরিয়ার আরিফ ওপেল, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব ও অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু।

উপ-দফতর সম্পাদক করা হয়েছে মাশরাফি হিরোকে এবং কোষাধ্যক্ষ করা হয়েছে মাসুদুর রহমান মিলনকে।

তবে কমিটিতে যুব ও ক্রীড়া সম্পাদক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদ ফাঁকা রাখা হয়েছে।

এছাড়া কমিটিতে বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান ও বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমানসহ ৩২ জন সদস্য রাখা হয়েছে। এরমধ্যে রাজনীতির বাইরে রয়েছেন মরহুম ভাষাসৈনিক গাজীউল হকের ছেলে রাহুল গাজী ও ভাণ্ডারী পরিবারের ছেলে তৌফিকুর রহমান বাপ্পী ভাণ্ডারী।

দলীয় সূত্র জানায়, গত বছরের ৭ ডিসেম্বর স্থানীয় শহীদ খোকন পার্কে বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই কমিটিতে মজিবর রহমান মজনুকে সভাপতি ও যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপুকে সাধারণ সম্পাদক করা হয়।এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে টি জামান নিকেতা এবং যুগ্ম সম্পাদক পদে মঞ্জুরুল আলম হোসেন, সাগর কুমার রায় ও আসাদুর রহমান দুলু এবং কোষাধ্যক্ষ পদে মরহুম সভাপতি আলহাজ মমতাজ উদ্দিনের ছেলে মাসুদুর রহমান মিলন স্থান পান।

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু পূর্ণাঙ্গ কমিটি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। এ জন্য তিনি দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!