X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

অতিথি পাখির কলতানে মুখর আত্রাই নদী

নওগাঁ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২০, ১২:৩৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১২:৩৮

অতিথি পাখি


নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীর মধুবন এলাকা অতিথি পাখির কলতানে এখন মুখর। অতিথি পাখি রক্ষায় প্রতি বছরের মতো এবারও কাজ শুরু করেছেন স্থানীয় প্রাণ ও প্রকৃতি সংগঠন। তবে সমস্যা হলো অতিথি পাখিদের বিচরণ করা আত্রাই নদী লিজ না দেওয়া ওই অংশ থেকে ড্রেজার মেশিন দিয়ে বিকট শব্দে অবৈধভাবে বালু উত্তোলন করায় পাখিরা থাকতে পারছে না।

জানা গেছে, গত ১০ বছর ধরে মহাদেবপুরের আত্রাই নদীর মধুবন ও কুঞ্জবনসহ কয়েকটি এলাকায় প্রায় তিন কিলোমিটার জুড়ে সাড়ালি, পানকৌড়ি ও ডুবরিসহ বিভিন্ন প্রজাতির হাজার হাজার অতিথি পাখির বিচরণ। এসব পাখিদের রক্ষায় স্থানীয় প্রাণ ও প্রকৃতি সংগঠনসহ স্থানীয়রা কাজ করছেন। পাখিদের অভয়াশ্রমের জন্য প্রশাসনের কাছে ওই এলাকার বালুমহল লিজ বন্ধের দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।

প্রশাসন লিজ না দিলেও প্রশাসনের নাকের ডগায় একটি প্রভাবশালী মহল ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। গত কয়েকদিন আগে উপজেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন।
প্রাণ ও প্রকৃতি সংগঠনের সভাপতি কাজি নাজমুল হক বলেন, মধুবন এলাকায় সরকারিভাবে লিজ না দিলেও মোয়াজ্জেম হাজী ভয়ভীতি দিয়ে বালু উত্তোলন অব্যাহত রেখেছেন।
স্থানীয় মিজানুর রহমান বলেন, পাখিদের ঢিল ছুড়ে তাড়িয়ে দিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসন ও থানা সংলগ্ন এই পাখি কলোনি থেকে বালু দস্যুরা অবৈধভাবে বালু উত্তোলন করছে। কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
শামস উদ্দিন মন্ডল জানান, বাঁশ দিয়ে পাখি কলোনি করা হয়েছে। সেই অংশটি উপজেলা মৎস্য অফিস থেকে ঘোষিত মাছের অভয়াশ্রম। এখানেই পাখি এসে বসে প্রতি বছর।
অবৈধিভাবে বালু উত্তোলনের অভিযোগ অস্বীকার করে মোয়াজ্জেম হাজী বলেন, দীর্ঘদিন থেকে ওই অংশ থেকে বালু উত্তোলন করে আসছি। হঠাৎ করে ওই অংশে শত্রুতামূলক পাখি কলোনি ঘোষণা করা হয়েছে।
মহাদেবপুর উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) আসমা খাতুন জানান, কয়েকদিন আগে সেখানে উপজেলা প্রশাসনের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছিল। লিজ বহির্ভূত ওই অংশ থেকে বালু উত্তোলন না করতে নির্দেশ দেওয়া হয়েছে। আবার যদি বালু উত্তোলন করা হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু