X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

‘তারা বদলি ডিউটির দফতরিকে হেডমাস্টার বানাতে চায়’

জয়পুরহাট প্রতিনিধি
১০ মার্চ ২০২১, ১৮:১২আপডেট : ১০ মার্চ ২০২১, ১৮:১৪

তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। অথচ স্বাধীনতার ঘোষণা নিয়ে বিএনপি ইতিহাস বিকৃতি করছে। তারা বদলি দফতরিকে হেডমাস্টার বানাতে চায়। যারা ইতিহাস বিকৃত করে তারা দুষ্কৃতকারী।

তিনি বলেন, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর পূর্বক্ষণে,বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী যখন আমরা পালন করছি, ঠিক সেই সময়ে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পেয়েছে। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এখন বদলে গেছে। আগে যখন নৌকাডুবি হতো,ঘূর্ণিঝড়,জলোচ্ছ্বাস কিংবা বড় কোনও বন্যা হতো তখন আমরা বিশ্ব সংবাদ হতাম। এখন আমরা বিশ্ব সংবাদ হই তখন, যখন শেখ হাসিনাকে পৃথিবীর অন্যতম সেরা প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করা হয়। আমরা বিশ্ব সংবাদ হই তখন, যখন কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল বলেন যে কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে তিনজন নারী নেত্রী এই করোনার মধ্যে পৃথিবীকে পথ দেখিয়েছেন, তাদের একজন হচ্ছেন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

বুধবার (১০ মার্চ) দুপুরে জয়পুরহাটের কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, দেশের এত উন্নয়ন বিএনপি নেতাদের চোখে পড়ে না। উন্নয়ন দেখে দেশের মানুষ যখন ভোট দিয়ে নৌকার প্রার্থীদের বিজয়ী করছে, তখন বিএনপির বন্ধুরা বার বার হেরে গিয়ে মুখরক্ষার জন্য এখন বলছে আমরা আর নির্বাচনে যাবো না। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। অথচ স্বাধীনতার ঘোষণা নিয়ে বিএনপি ইতিহাস বিকৃতি করছে। তারা বদলি ডিউটির দফতরিকে হেডমাস্টার বানাতে চায়। যারা ইতিহাস বিকৃতি করে তারা দুষ্কৃতকারী।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন,মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, বিপদে পড়া মানুষকে সহযোগিতা করে তাদের মন জয় করুন।

আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সম্পর্কে কথা বলার ওদের কোনও অধিকার নেই।

সম্মেলনে অন্যদের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জয়পুরহাট সদরের সংসদ সদস্য সামছুল আলম দুদু, উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার