X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে গৃহবধূকে গলাকেটে হত্যা

পাবনা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২১, ১৮:১০আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১৮:১৬

পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্য দিবালোকে মুক্তি খাতুন রিতা (২৭) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে ঈশ্বরদী পৌরসভার মশুড়িয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রিতা ওই এলাকার বায়োজিদ সারোয়ারের স্ত্রী।

গৃহবধূর শাশুড়ি নিলিমা খাতুন বেনু বলেন, ‘আমার ছেলে বায়োজিদ সারোয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে চাকরি করে। সেই সুবাদে বেশকিছু মানুষকে ওই প্রকল্পে চাকরিও দিয়েছে সে। আজ বেলা ১১টায় পাঁচ জন যুবক চাকরির জন্য বাড়িতে আসে। এ সময় বাজারে থাকায় ড্রইংরুমে বসিয়ে তাদের আপ্যায়ন করে আমার পুত্রবধূ মুক্তি খাতুন রিতা। আমি ঘরে কোরআন পড়ছিলাম। তারা আমার পুত্রবধূকে গলাকেটে হত্যা করে। পরে আমি চিৎকার দিলে তারা পালিয়ে যায়।’

নিহত গৃহবধূ রিতার স্বামী বায়োজিদ সারোয়ার জানান, তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলা পাওয়ার কোম্পানিতে চাকরি করেন। রূপপুর প্রকল্পে চাকরির জন্য তার নানির বাড়ির এলাকা থেকে কিছু মানুষ বাড়িতে আসবেন তাই বাজারে গিয়েছিলেন বাজার করতে। এসে দেখেন তারা স্ত্রী রিতাকে গলাকেটে হত্যা করে পালিয়ে গেছে। তিনি কাউকে দেখেননি। তবে তার মায়ের কাছ থেকে সব শুনেছেন।

এদিকে পাবনার পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান ও ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় পুলিশ সুপার বলেন, ‘ঘটনাটি মর্মান্তিক। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, অনেকগুলো বিষয় নিয়ে তদন্ত করা হচ্ছে। কী কারণে রিতাকে গলাকেটে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সিআইডির বিশেষ টিম এসে আলামত সংগ্রহ করার পর লাশ ময়নাতদন্ত করা হবে বলে জানান তিনি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ