X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘প্রস্তাবিত বাজেটে কাঠামোগত দুর্বলতা রয়েছে’

রাবি প্রতিনিধি
০৭ জুন ২০২১, ২০:৪৬আপডেট : ০৭ জুন ২০২১, ২০:৪৭

২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের কাঠামোগত দুর্বলতা রয়েছে বলে দাবি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের শিক্ষকরা। তারা বলছেন, ‘এটি গ্রহণযোগ্য বাজেট, তবে এর কিছু কাঠামোগত দুর্বলতা রয়েছে। এতে আঞ্চলিক বৈষম্য হ্রাসকরণ, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রবণতা রোধ ও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সুরক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সুনির্দিষ্ট কোনও গাইডলাইন নেই। বাজেটে বড় বড় কিছু গাইডলাইন থাকা দরকার, যার প্রেক্ষাপটে গৃহীত বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে।’

বাংলাদেশের ২০২১-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা উপস্থাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকরা এসব কথা বলেন। সোমবার (৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দীন কলা ভবনে অর্থনীতি বিভাগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনের শুরুতে বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াদুদ বাজেটের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। এরপর তিনি বাজেটের উল্লেখযোগ্য কিছু দিক আলোচনা করেন এবং বাজেট বিষয়ে শিক্ষকদের মতামত ও সুপারিশমালা তুলে ধরেন।

লিখিত বক্তব্যে অধ্যাপক আব্দুল ওয়াদুদ সরকারি ব্যয়ের কর্মদক্ষতা বৃদ্ধি, করোনাসৃষ্ট দারিদ্র মোকাবিলা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনি বাড়ানো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুরক্ষা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে অধিকতর জোর দান, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রবণতা রোধ, কৃষির বৈচিত্রকরণ, আঞ্চলিক বৈষম্য হ্রাস এবং উত্তরাঞ্চলসহ সারাদেশে রেল ও নদী উন্নয়নে মেগা প্রজেক্ট গ্রহণ এবং সামগ্রিক বাজেট বাস্তব সুনির্দিষ্ট গাইডলাইন প্রদানের সুপারিশ করেন।

এক প্রশ্নের জবাবে অধ্যাপক আব্দুল ওয়াদুদ বলেন, এবারের বাজেটে আঞ্চলিক উন্নয়নে কোনও মেগা প্রজেক্ট রাখা হয়নি। বিশেষ করে উত্তরাঞ্চলের যোগাযোগ খাতের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য এখানে মেগা প্রজেক্টের বিকল্প নেই।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বিভাগের অধ্যাপক ইলিয়াছ হোসেন বলেন, ‘এবারের বাজেট হচ্ছে পুনরুদ্ধার ও আগামীর পথে অগ্রযাত্রার বাজেট। আমি এই বাজেটকে একেবারেই খারাপ বলবো না। তবে এর কিছু কাঠামোগত দুর্বলতা আছে। কিছু জায়গায় অর্থমন্ত্রী হয় নজর দিতে পারেননি। আবার সরকার এবার মেগা প্রজেক্টে বরাদ্দ বেশি বাড়ায়নি। আবার স্বাস্থ্যে বরাদ্দ বেড়েছে, তবে গতবার কিন্তু সব খরচ হয়নি। রাজস্ব থেকে আয় বেশি ধরা হলেও এটা তেমন বাড়েনি।’ তবে এ বাজেটকে সামগ্রিকভাবে গ্রহণযোগ্য বলে মূল্যায়ন করেছেন তিনি।

বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দিন খানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বিভাগীয় সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ইলিয়াছ হোসেন, অধ্যাপক আবদুর রশিদ সরকারসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

/টিটি/
সম্পর্কিত
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেনাপোলে দুদকের অভিযান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা, হবে ‘কালবৈশাখী’ অনুষ্ঠান
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ