X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেনাপোলে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৪, ২০:০৭আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ২০:০৭

রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেনাপোল স্থল বন্দরের কিছু কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২১ এপ্রিল) রাজশাহী ও যশোরের দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এসব অভিযান পরিচালনা করা হয়। একইসঙ্গে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দুদককে অবহিত করতে চিঠি দেওয়া হয়েছে আরও চারটি সরকারি দফতরে।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ পেয়ে রাজশাহী সমন্বিত জেলা কার্যালয় থেকে রবিবার (২১ এপ্রিল) একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দফতর থেকে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করেন দুদকের সদস্যরা। পরবর্তী সময়ে নিরপেক্ষ প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ দল সহকারে নির্মাণাধীন ভবন সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ভবনের পরিমাপ গ্রহণ ও ভবন নির্মাণে ব্যবহৃত সামগ্রীর নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। সংগৃহীত এসব রেকর্ডপত্র পর্যালোচনা করে এবং নিরপেক্ষ প্রকৌশলীর কাছ থেকে প্রতিবেদন পাওয়া সাপেক্ষে টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

অপরদিকে, বেনাপোল স্থলবন্দরের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আমদানি করা পণ্য ট্রাকসহ ওজন স্কেলে মাপার সময় ওজন কম দেখিয়ে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ পায় দুদক। অভিযোগের পেয়ে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয় থেকে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বন্দরের পরিচালক (ট্রাফিক) ও উপ-পরিচালকের (ট্রাফিক) বক্তব্য গ্রহণ করা হয়। পরে বন্দরের ৪, ৫, ৬ ও ৭ নম্বর স্কেল পরিদর্শন শেষে বিভিন্ন স্কেলের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়। সরজমিন পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য অনুযায়ী অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযোগের বিষয়ে বেনাপোল স্থলবন্দর থেকে রেকর্ডপত্র পাওয়ার পর পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা