X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

দাফনের ৩৬ দিন পর কবর থেকে ২ লাশ উত্তোলন

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৩

বিষাক্ত রেকটিফায়েড স্পিরিট পানে মৃত্যুর ঘটনায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে দাফনের ৩৬ দিন পর কবর থেকে দুটি লাশ উত্তোলন করেছে পুলিশ। আদালতের নির্দেশে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি উত্তোলন করা হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রবিন শীষ এবং সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু সাঈদের উপস্থিতিতে লাশ দুটি তোলা হয়। এরপর সেটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, অস্বাভাবিক মৃত্যুর এই লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল। গত ৯ আগস্ট ময়নাতদন্তের জন্য আবেদন করে পুলিশ। এরপর আদালতের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ দুটি শিয়ালকোল রঘুনাথপুর কবরস্থান থেকে তুলে আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে আবার সেগুলো যথাযথ স্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ৯ আগস্ট সদর উপজেলায় শিয়ালকোল ইউনিয়নের দুটি গ্রামে রেকটিফায়েড স্পিরিট পান করে তিন জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন– রঘুনাথপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবদুল ওয়াহাব (৩০) এবং সিকিম আলীর ছেলে আবদুল (৩২), সরাইচন্ডী গ্রামের আবু তাহের (৫০)। স্থানীয়দের কাছে এমন মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে রঘুনাথপুর গ্রামে মৃত দুজনকে দাফন করা হয়েছে। অপর একটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত ছাড়া দাফন করা দুজনের লাশ আদালতের নির্দেশে মঙ্গলবার উত্তোলন করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
মুগদায় তীব্র গরমে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই