X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

কিশোর গ্যাং নির্মূল করতে চান এক ঘণ্টার জেলা প্রশাসক 

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২১, ১৬:২২আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৬:২২

এক ঘণ্টার জন্য সিরাজগঞ্জের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন কিশোরী প্রারম্ভা কাফি (১৬)। দায়িত্ব পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে তিনি, দেন শিশু-কিশোরদের উন্নয়নে নানা সুপারিশ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে গার্লস টেকওভার ২০২১ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মেদের প্রতীকী দায়িত্ব পালন করেন এনসিটিএফের শিশু সংসদ সদস্য কাফি। 

বৈঠকে সিরাজগঞ্জ জেলায় নারীর ওপর সহিংসতা প্রতিরোধ, বাল্যবিয়ে, ইভটিজিংসহ নারীর সুরক্ষা ও নারীদের সমান অধিকার, শিশু শ্রম, শিশু নির্যাতনসহ কিশোর গ্যাং নির্মূল ও শিশুদের নানা সমস্যার সমাধানের সুপারিশ তুলে ধরেন কাফি। একই সঙ্গে পুরো জেলাকে শিশুবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার জন্য অনুরোধ করেন তিনি। পাশাপাশি এসব সুপারিশ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন প্রারম্ভা। এ সময় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ সুপারিশগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, আমাদের আগামীর বিশ্বের সঙ্গে টিকে থাকতে হলে নিজেদের দক্ষ করে তৈরি করতে হবে। তাই সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন সমুন্নত রাখতে আমাদের নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, সভাপতিত্ব করেন এনসিটিএফ সিরাজগঞ্জের সভাপতি মো. আসাদুজ্জামান নাদিম, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, শিশু বিষয়ক বাংলা সংবাদ মাধ্যম শিশু বার্তার সম্পাদক ও প্রকাশক দ্বীন মোহাম্মাদ সাব্বির। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাফনদ জেটিঘাট জনশূন্য, মাছ ধরা বন্ধ
মিয়ানমারে সংঘাতনাফনদ জেটিঘাট জনশূন্য, মাছ ধরা বন্ধ
টিভিতে আজকের খেলা (৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৯ মে, ২০২৪)
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?