X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রাবির ভর্তি পরীক্ষায় প্রথম হয়েও দুশ্চিন্তায় মোস্তাকিম

রাজশাহী প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ১৫:২৭আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৫:২৭

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে প্রথম হয়েছেন মোস্তাকিম আলী। এই ইউনিটের গ্রুপ-৩-এ ৮০ দশমিক ৩০ নম্বর পেয়ে তিনি প্রথম হন। কিন্তু ভর্তি নিয়ে তার কপালে দুশ্চিন্তার ভাজ পড়েছে।

রাজশাহীর তানোর উপজেলার বাঁধাইড় মিশনপাড়া এলাকায় মোস্তাকিমের বাড়ি। বাবা শামায়ুন আলী পেশায় কাঠমিস্ত্রি। পঞ্চম শ্রেণি পাসের পর থেকে বাবার সঙ্গে কাজের পাশাপাশি চালিয়ে গেছেন পড়াশোনা।

মা জোসনা বেগমের দুই ছেলে ও মেয়ের মধ্যে সবার বড় মোস্তাকিম। সংসারে অভাবের কারণে মেজো ভাই আজিজুল হক পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে কাঠমিস্ত্রির কাজ করছেন। ছোট বোন ফাহিমা খাতুন মুণ্ডুমালা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অনেক কষ্টে দুই ছেলেমেয়েকে লেখাপড়া করাচ্ছেন শামায়ুন। তবে উচ্চ শিক্ষার প্রবেশদ্বারে পৌঁছে যাওয়া ছেলের পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায় তিনি।

মোস্তাকিম আলী বলেন, ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে আন্তরিক তার বাবা-মা। গ্রামের কৃষক ঘরের সন্তান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী মামুন আলীকে দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। আর্থিক সঙ্কটের কারণে কোনও ভর্তি কোচিং বা স্পেশাল প্রাইভেটে পড়ার সুযোগ হয়নি। তবে অনলাইনে বিভিন্ন কোচিং সেন্টারে ফ্রি ক্লাস করেছেন। পেয়েছেন কলেজ শিক্ষকদের সহযোগিতা। এভাবেই ভর্তি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করেছেন তারা।

তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে প্রথম হয়ে ভালো লাগছে। কিন্তু ভর্তি ও পরবর্তী খরচ নিয়ে দুশ্চিন্তায় আছি। এখনও ভর্তির টাকা জোগাড় হয়নি।

শামায়ুন আলী বলেন, পড়ালেখার প্রতি মোস্তাকিমের আগ্রহ ছিল। তাই কষ্ট হলেও তার পড়াশোনায় উৎসাহ দিয়ে গেছি। স্কুল ও কলেজের শিক্ষকরাও তাকে সহযোগিতা করেছেন। তার সাফল্যে আমি গর্বিত।

তানোর উপজেলার মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়েয় সহকারী শিক্ষক কামাল হোসেন বলেন, মোস্তাকিম তার স্কুলের ভালো ও মেধাবী ছাত্র। কলেজের শিক্ষকদের সঙ্গে তার ভালো সর্ম্পক ছিল। একটা বিষয়ে বুঝতে না পারলে বারবার শিক্ষকদের থেকে বুঝে নিতো।

তিনি জানান, মোস্তাকিমের পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো না। এ কারণে কলেজের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করেছি। বিশ্ববিদ্যালয়ে প্রথম হওয়ার খবর পেয়ে মন্ডুমালা পৌর মেয়র তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জয়নুল আবেদিন বলেন, কলেজের পাঠ্য বইয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষকরা শিক্ষার্থীদের নিবিড়ভাবে তত্ত্বাবধান করেন। এ কারণে অনেকেই এখন ভালো করছে। মোস্তাকিমের এই সাফল্যে অনেক খুশি তারা।

/এসএইচ/
সম্পর্কিত
জিএসটির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩৩.৯৮ শতাংশ
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!