X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ওয়াসার পানিতে ক্ষতিকর ‘কলিফর্ম’ ব্যাকটেরিয়া

রাজশাহী প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২১, ২১:১২আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ২১:১২

রাজশাহীর ১০৪টি পয়েন্ট থেকে সরবরাহকৃত ওয়াসার পানিতে ক্ষতিকর ‌‘কলিফর্ম’ ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। সম্প্রতি ওয়াসার উদ্যোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের পানির গুণগত মান যাচাই পরীক্ষায় এই ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়।

ওয়াসা সূত্রে জানা গেছে, নগরীর শিরোইল, কুমারপাড়া ওয়ার্ড কমিশনারের কার্যালয়, শেখের চক পাম্পের দক্ষিণ দিকের নদীর পাড় এলাকা, হাদির মোড় বাজে কাজলা মহল্লা, রামচন্দ্রপুর পাম্প, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাচীর সংলগ্ন হাজির মোড়, বোয়ালিয়া পাড়া, আসাম কলোনি বৌ বাজার, মথুরডাঙ্গা মোড়, খ্রিস্টানপাড়া মোড়, উপশহর নিউ মার্কেট মোড়, মিয়াপাড়া ধর্মসভা, কাজীহাটা মহিলা কমিশনার বেলি আপার বাড়ি, লক্ষ্মীপুর বাকির মোড়, পিটিআই মোড়, কেশবপুর কোর্টের আরবান ক্লিনিক, রহরমপুর মোড়, মোল্লাপাড়া কোর্ট সংলগ্ন পয়েন্টে ১০০ মিলিলিটার পানিতে এক হাজারের বেশি কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে ফেসাল কলিফর্মও পাওয়া গেছে তিন থেকে সাড়ে ৫০০ পর্যন্ত।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের রাজশাহীর সিনিয়র রসায়নবিদ শফিকুল ইসলাম জানান, নিরাপদ পানিতে কলিফর্মের উপস্থিতি শূন্য হবে। পানিতে যদি কলিফর্ম ব্যাকটেরিয়া থাকে, সেটা পান উপযোগী নয়। এই ব্যাকটেরিয়াযুক্ত পানি খেলে তাৎক্ষণিক পেটের অসুখ দেখা দিতে পারে। দীর্ঘ মেয়াদে গ্যাস্ট্রিক-আলসারসহ ক্যান্সারও হতে পারে। পানিতে এই ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেলে ব্লিচিং পাউডারের মাধ্যমে শোধন করে পান উপযোগী করা যাবে।

তিনি আরও জানান, রাজশাহী শহরজুড়ে নিমার্ণকাজ চলছে। রাস্তা খুঁড়তে গিয়ে পাইপ ফেটে যায়। এগুলো হয়তো পলিথিন দিয়ে মুড়ে দেওয়া হয়। কোনোভাবে এই পলিথিন ছিঁড়ে গেলেই সেখান দিয়ে সুয়ারেজ লাইনের পানি ওয়াসার পাইপলাইনে ঢুকে পড়ে। এই পানিতে গবাদিপশু এমনকি মানুষের বর্জ্য মিশে থাকতে পারে। এই বর্জ্য থেকেই কলিফর্ম ব্যাকটেরিয়া জন্ম নেয়।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম জানান, এ ব্যাপারে তারা বারবার ওয়াসাকে অবহিত করেছে। পানির পাইপ তিন ফুট নিচ দিয়ে বসাতে বলা হয়েছে। এর ওপরে থাকলে রাস্তা রোলার করার সময় পাইপ ফেটে যায়। এ জন্য চিঠিও দিয়েছেন তারা। তারপরও ঠিকাদাররা কোনও জায়গায় পাইপ ফাটার সঙ্গে সঙ্গে মেরামতের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিয়ে সহযোগিতা করে থাকেন।

এ বিষয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহবুবুল আলম বাদশা জানান, কলিফর্ম ব্যাকটেরিয়া মূলত মানুষ ও পশু-পাখির বিষ্ঠা থেকে তৈরি হয়। এই ব্যাকটেরিয়া সংমিশ্রিত পানি খেলে তাৎক্ষণিক ডায়রিয়া ও বমিসহ পানিশূন্যতা তৈরি হতে পারে। খাওয়ার পানিতে এই ব্যাকটেরিয়ার কোনো সহনীয় মাত্রা নেই।  

ওয়াসা রাজশাহী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমান জানান, তারা নিয়মিতই ওয়াসার পানি পরীক্ষা করেছেন। প্রতিকারে ব্যবস্থা নিয়েছেন। তাদের নিজস্ব পানি পরীক্ষার ব্যবস্থা রয়েছে। তারপরও অধিকতর নিশ্চয়তার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর থেকে পানি পরীক্ষার ব্যবস্থা করেছেন।

২০১১ সাল থেকে রাজশাহী মহানগরীর পানি সরবরাহ করছে ওয়াসা। বর্তমানে শহরে দৈনিক পানির চাহিদা ১২৫ মিলিয়ন লিটার। এর বিপরীতে ওয়াসা দৈনিক ১০৪ মিলিয়ন লিটার পানি সরবরাহ করে। বাসাবাড়িতে খাবারের জন্য ওয়াসার পানি ব্যবহার তেমন না হলেও, নগরের অধিকাংশ হোটেলে ওয়াসার পানি সরবরাহ করা হয়। এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে নগরবাসী।

/এসএইচ/
সম্পর্কিত
বরেন্দ্র অঞ্চলে পানির জন্য বাড়ছে হাহাকার
সাজেকে রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠানে পানির সংকট, অপেক্ষা বৃষ্টির
পানির সংকট নিরসনে কাজ করবে ওয়াসার ১০ মনিটরিং টিম
সর্বশেষ খবর
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি