X
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
১৬ আষাঢ় ১৪২৯

বগুড়া জেলা বার সমিতিতে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৪:৩৫

বগুড়া জেলা বার সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সমিতির ১৩ পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জয় পেয়েছে। আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সভাপতিসহ চারটি পদ পেয়েছে। তবে গণতান্ত্রিক আইনজীবী সমিতির অপর প্যানেলের ছয় প্রার্থীর মধ্যে কেউ জয়লাভ করতে পারেননি। 

শুক্রবার (২৬ নভেম্বর) দিনভর ভোট শেষে মধ্যরাতে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ রজত। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী ও বগুড়ার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল মতিন। সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের অ্যাডভোকেট আবদুল বাছেদ।

এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল থেকে সহ-সভাপতির দুটি পদে অ্যাডভোকেট আজবাহার আলী ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন মল্লিক, যুগ্ম সম্পাদকের দুটি পদের একটিতে এনামুল হক পান্না, ম্যাগাজিন-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনু জয় পেয়েছেন। চারটি সদস্য পদে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের অ্যাডভোকেট নুর-ই-আজম, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট আবদুস সালাম ও অ্যাডভোকেট শিপন খাতুন।

সভাপতি ছাড়া বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অপর তিনটি পদে বিজয়ীরা হলেন যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রিয়াজুল জান্নাত প্রিন্স, লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল হক ফিরোজ। সদস্য হয়েছেন অ্যাডভোকেট নূরে জান্নাত রূপা।

নির্বাচন পরিচালনা কমিটির সূত্র জানায়, বগুড়া জেলা বার সমিতির গঠনতন্ত্র অনুসারে প্রতিবছর নির্বাচন অনুষ্ঠিত হয়। নভেম্বরের শেষ শুক্রবার নির্বাচনের আয়োজন করা হয়ে থাকে। নির্বাচনে ৭৭৮ জন ভোটারের মধ্যে ৭৪৯ জন ভোট দেন।

 

/টিটি/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
টি-টোয়েন্টি দলে যুক্ত হলেন তাসকিন-মিরাজ
টি-টোয়েন্টি দলে যুক্ত হলেন তাসকিন-মিরাজ
শিক্ষককে হত্যার পর বন্ধুর বাসায় লুকিয়ে ছিল জিতু
শিক্ষককে হত্যার পর বন্ধুর বাসায় লুকিয়ে ছিল জিতু
রাষ্ট্রায়ত্ত পাট, সুতা ও বস্ত্রকল চালুর দাবি শ্রমিক-কর্মচারী পরিষদের
রাষ্ট্রায়ত্ত পাট, সুতা ও বস্ত্রকল চালুর দাবি শ্রমিক-কর্মচারী পরিষদের
জাতিসংঘ মহাসাগর সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন মোমেন
জাতিসংঘ মহাসাগর সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন মোমেন
এ বিভাগের সর্বশেষ
পিস্তল হাতে ভাইরালের ৬ মাস পর বায়েজিদ গ্রেফতার
পিস্তল হাতে ভাইরালের ৬ মাস পর বায়েজিদ গ্রেফতার
ছাত্রের আঘাতে নিহত শিক্ষক উৎপলের তৃতীয় বিবাহবার্ষিকী আজ
ছাত্রের আঘাতে নিহত শিক্ষক উৎপলের তৃতীয় বিবাহবার্ষিকী আজ
কান্না থামছে না শিক্ষক উৎপলের মায়ের 
কান্না থামছে না শিক্ষক উৎপলের মায়ের 
গরু কিনতে যাওয়ার পথে প্রাণ গেলো ব্যবসায়ীর
গরু কিনতে যাওয়ার পথে প্রাণ গেলো ব্যবসায়ীর
কোরবানির পশু পরিবহনে ৬ জুলাই চালু হচ্ছে ট্রেন
কোরবানির পশু পরিবহনে ৬ জুলাই চালু হচ্ছে ট্রেন