X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘এমন কপাল আমার, তবু শেষ চেষ্টা করছি’

দুলাল আবদুল্লাহ, রাজশাহী
০৯ ডিসেম্বর ২০২১, ১৯:০২আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৯:০২

মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার আগেই পরকালে পাড়ি জমিয়েছেন বাবা মো. হামেদ। হতদরিদ্র পরিবারের একমাত্র উপর্জনক্ষম হামেদের মৃত্যুর কিছুদিন পরই জন্ম নিয়েছিল রোজিনা খাতুন। অপুষ্টি নিয়ে পৃথিবীর মুখ দেখেছিলেন রোজিনা। অভাবের সংসারের টানাপোড়েনে অপুষ্টির অভিশাপ থেকে মুক্তি মেলেনি তার। ফলে চার বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে হারিয়েছেন দুরন্ত শৈশব। অসুখে মেলেনি চিকিৎসা। কিছুদিন পর হয়ে যান পঙ্গু। তবে পঙ্গু জীবনে আশার আলো হয়েছিল সংগ্রামী মায়ের অনুপ্রেরণা। মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন ছিল মায়ের। কিন্তু স্বপ্নপূরণের আগেই মারা যান মা। এরপরও দমে যাননি রোজিনা। 

উচ্চশিক্ষার স্বপ্নপূরণে অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে চলছেন। এবার তার স্বপ্নপূরণের সারথি হলো রাজশাহী কলেজ। রোজিনা খাতুন রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমুইল ইউনিয়নের পরিজুনপাড়ার বাসিন্দা। বর্তমানে তার বয়স ২৯ বছর। মা আলিমন ও বাবা হামেদের কনিষ্ঠ মেয়ে। বড় ভাই এলাকায় দিনমজুরের কাজ করেন। বড় বোন ফাহিমা বেগম স্বামী-সন্তান নিয়ে শ্বশুরবাড়ি থাকেন। সবসময় রোজিনার পাশে ছিলেন মা। গত ১৪ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মা আলিমন মারা যান। এখন বড় ভাইয়ের কাছে আশ্রয় নিলেও অভাবের সংসারে উৎকণ্ঠায় রয়েছেন।

রোজিনা ২০১০ সালে কেশরহাট নাকইল আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ২০১২ সালে পুঠিয়ার পঙ্গু শিশু নিকেতন সমন্বিত অবৈতনিক ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর মোহনপুর দাউকান্দি কলেজে সামাজ বিজ্ঞানে অনার্স সম্পন্ন করেন। অর্থনৈতিক সমস্যা ও করোনা মহামারির কারণে অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হতে পারছিলেন না। এ বছর রাজশাহী কলেজ থেকে মাস্টার্সের ফরম তোলেন। কিন্তু অর্থের অভাবে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন।

রোজিনার স্বপ্নের পথে সারথি হয়ে এগিয়ে এলো কলেজ প্রশাসন। তার ভর্তি, মাস্টার্সে শিক্ষাগ্রহণকালীন যাবতীয় খরচ ফ্রি, বিনামূল্যে শিক্ষাসামগ্রী ও বৃত্তির ব্যবস্থা করে দেওয়ার ঘোষণা দিলেন কলেজের অধ্যক্ষ মোহা. আব্দুল খালেক।

রোজিনা খাতুন বলেন, ‘বাবা মারা যাওয়ার পর মানুষের বাড়ি কাজ এবং ধারদেনা করে মা আমাকে পড়িয়েছেন। ভাইবোনও কিছুটা সহায়তা করেছেন। তবে তাদের সংসার চালানোর পর আমার খরচ চালানো সম্ভব ছিল না। চার বছর বয়স থেকে আমি পঙ্গু জীবনযাপন করছি। কোমরে কোনও শক্তি পাই না। পায়ের রগগুলো বাঁকা হয়ে গেছে। কিন্তু আমি বোঝা নই। একটু সহযোগিতা পেলে নিজের কাজ নিজেই করতে পারি।’

তিনি আরও বলেন, ‘পোলিও আক্রান্ত হওয়ার পর চিকিৎসা পেলে হয়তো সুস্থ হয়ে উঠতাম। কিন্তু এখন পর্যন্ত চিকিৎসকের কাছে যাওয়ার সাহস হয়নি। অভাবের সংসারে যেখানে জীবন চলে না; সেখানে চিকিৎসা করবো কীভাবে? এত খরচ চালানোর টাকা নেই। ছোট থেকেই প্রতিবন্ধী ভাতা পাই। সেগুলো দিয়ে পড়াশোনার খরচ চলে। স্কুল-কলেজ থেকেও কিছু সুযোগ-সুবিধা পেয়েছি। সেগুলো দিয়ে কোনোমতে পড়াশোনা চালিয়ে গেছি।’

রোজিনা বলেন, ‘মা মারা যাওয়ার পর আমার জীবনের কষ্ট আরও বেড়ে গেছে। বড় আপন সম্পদ হারিয়ে ফেলেছি। কি করবো বুঝতে পারছি না। এমন কপাল আমার, হয়তো ভালো হবে না জানি। কিন্তু শেষ চেষ্টাটা করছি।’

রোজিনা আরও বলেন, ‘অনার্স সম্পন্ন করে বিভিন্ন জায়গায় চাকরির জন্য ঘুরেছি। এখনও গতি হয়নি। প্রাইমারি স্কুলে শিক্ষকতা করার ইচ্ছা আছে। তবে ইচ্ছা থাকলেও উপায়টা কঠিন। মাস্টার্সে টাকার অভাবে ভর্তি হতে পারিনি। দুই বছর ঘরে বসেছিলাম। এবার রাজশাহী কলেজে ফরম তুলেই কলেজ অধ্যক্ষের সঙ্গে দেখা করি। শঙ্কায় ছিলাম তারা আমাকে বুঝবে কিনা? তবে কলেজ কর্তৃপক্ষের সুনামের কথা শুনেছি। সেই আশায় অধ্যক্ষ স্যারের সঙ্গে দেখা করেছিলাম। অধ্যক্ষ স্যারসহ অন্য শিক্ষক আমার অসহায়ত্বের কথাগুলো আন্তরিকতার সঙ্গে শুনেছেন। আমার পড়াশোনার সব খরচ ফ্রি করে দিয়েছেন। আমার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমি অধ্যক্ষসহ সবার প্রতি কৃতজ্ঞ।’

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহা. আব্দুল খালেক বলেন, ‘বাবা-মা হারানো রোজিনা পঙ্গুত্ব জীবনে এতো প্রতিকূলতার মধ্যেও যেভাবে অদম্য সাহস ও ইচ্ছাশক্তি নিয়ে পড়াশোনা চালিয়ে গেছে, তা দৃষ্টান্ত। রোজিনার জীবন অন্যদের জন্য অনুপ্রেরণার। এমন আত্মপ্রত্যয়ী শিক্ষার্থীকে রাজশাহী কলেজ কখনও অবহেলা করতে পারে না। তার উচ্চশিক্ষার এই ধাপটিকে কিছুটা মসৃণ করতে রাজশাহী কলেজ তার পাশে দাঁড়িয়েছে। তার পড়াশোনার যাবতীয় খরচ কলেজ বহন করবে। এর বাইরেও তাকে সহায়তা করা যায় কিনা এ বিষয়ে দৃষ্টি আছে। তার জীবনের সাফল্য কামনা করছি।’

/এএম/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
ভ্যাপসা গরমে জীবন চরমে ঢাবির গণরুমের শিক্ষার্থীদের
শিক্ষার্থীদের ফি থেকেই আসবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের করের টাকা! 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা