X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ডা. মুরাদের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ

রাজশাহী প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২১, ১৮:৩৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৮:৪৮

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আবেদনটি খারিজ করেন।

এর আগে ট্রাইব্যুনালের বিচার (জেলা ও দায়রা জজ) মো. জিয়াউর রহমান মামলার আবেদন গ্রহণ করেছিলেন। রবিবার (১২ ডিসেম্বর) বিএনপির বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম সাইফুল ইসলাম মামলাটি করেন।

ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান আবেদনটি খারিজ করার আগে মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের তিনটি পর্যবেক্ষণ বর্ণনা করেন। বিষয়টি জানিয়েছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ইসমত আরা। তিনি বলেন, ‘এই সিদ্ধান্তে আসার আগে বিচারক আবেদনকারীর বক্তব্য রেকর্ড করেছেন, একটি ভিডিও ক্লিপ দেখেছেন, আদালতে দেওয়া মামলার অন্যান্য নথি এবং আইনজীবীদের কথা শুনেছেন।’ 

ট্রাইব্যুনালের পর্যবেক্ষণগুলোর বিষয়ে ইসমত আরা বলেন, ‘প্রথমত বিচারক দেখেছেন যে, মামলার আবেদনকারীর স্বার্থসংশ্লিষ্টতার (লোকাস স্ট্যান্ডি) বিষয় নেই। যার অর্থ এই মামলা করার তার অধিকার কিংবা ক্ষমতা নেই।’

আবেদনকারী সাইফুল ইসলাম রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে মামলাটি করেন। তবে ভিডিও ক্লিপে অভিযুক্ত ব্যক্তিদের মন্তব্য রাজনৈতিক নয় দেখা গেছে। ‘মন্তব্যটি ব্যক্তিগত আলাপের সময় উঠে এসেছে, এক্ষেত্রে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রতিকার চেয়ে মামলা করার অধিকার আছে’ বলে আদালতের আদেশের উদ্ধৃতি দিয়ে বলেন ইসমত আরা।

‘দ্বিতীয়ত বিচারক পর্যবেক্ষণ করেছেন যে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা অবশ্যই শুধু আইন প্রয়োগকারী সংস্থা করতে পারে। ব্যক্তিগত কোনও পক্ষ নয়।’ ‘আবেদনকারী তার মামলার বর্ণনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন। কিন্তু অপরাধের সংগঠনের পর মামলার আবেদনের দিন পর্যন্ত ১৩ দিন অতিবাহিত হলেও কোনও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনার উল্লেখ করেননি।’

‘বিচারকের তৃতীয় পর্যবেক্ষণ, মামলা দায়ের করা ছিল একটা ‘অপকৌশল’, যা মেনে নেওয়া উচিত নয়।’ আদালত সংবাদপত্র থেকে জানতে পেরেছে যে, এই আইনের অধীনে একই ঘটনায় একই ব্যক্তিদের আসামি করে খুলনা, সিলেট, চট্টগ্রাম এবং ঢাকায় একাধিক মামলা করা হয়েছে।

আদালতের আদেশের উদ্ধৃতি দিয়ে ইসমত আরা বলেন, ‘একই ইস্যুতে একাধিক মামলা দায়ের করা এবং একাধিক জেলায় একই ব্যক্তিকে অভিযুক্ত করা অবশ্যই আইনের লঙ্ঘন। এই ধরনের কর্মকাণ্ড জনগণের অর্থ এবং সময়ের ক্ষতি করবে এবং আইনি ব্যবস্থার অপব্যবহার করবে।’

ফেসবুক লাইভে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ক্ষুব্ধ হয়ে মামলার আবেদনটি করা হয়েছিল। মামলার আবেদনকারী এ কে এম সাইফুল ইসলাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বগুড়া জেলা শাখার উপদেষ্টা। মামলায় মুরাদ হাসান ও টকশো উপস্থাপক মহিউদ্দিন হেলালকে আসামি করেন সাইফুল ইসলাম।

/এএম/
সম্পর্কিত
ডা. মুরাদের ঈগলের সঙ্গে নৌকার সংঘর্ষ, আহত ১০
সরিষাবাড়ীতে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নির্বাচনি ক্যাম্প ভাঙচুর
নৌকার সঙ্গে ঈগল নিয়ে লড়বেন ডা. মুরাদ হাসান
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী