X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় নির্বাচনি সহিংসতায় নিহত ৫ জনের পরিবারকে অর্থ সহায়তা

বগুড়া প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২২, ১৮:৫৭আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৮:৫৭

নির্বাচনি সহিংসতায় বগুড়ার গাবতলীর বালিয়াদীঘি ইউনিয়নে বিজিবির গুলিতে ও রামেশ্বরপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত পাঁচ জনের পরিবারকে সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রতি পরিবারকে এক লাখ টাকা করে দেওয়া হয়েছে।

সহায়তাপ্রাপ্তরা হলেন- বিজিবির গুলিতে নিহত বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কালাইহাটা মধ্যপাড়ার কুলসুম আকতারের স্বামী খোকন মন্ডল, আলমগীর হোসেনের স্ত্রী হোসনে আরা, কালাইহাটা পশ্চিমপাড়ার আবদুর রশিদের স্ত্রী বুলবুলি বেওয়া, উত্তরপাড়ার খোরশেদ আকন্দের স্ত্রী রাশেদা বেওয়া এবং রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত জাকির হোসেনের স্ত্রী শাপলা খাতুন।

জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, ‘নিহতদের পরিবারের যে ক্ষতি হয়েছে তা এ সামান্য সহায়তা দিয়ে পূরণ করা সম্ভব  নয়।’ তিনি তাদের যেকোনও সমস্যায় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদ, গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান, গাবতলী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম ভুলন, নাড়ুয়ামালা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল গফুর, বালিয়াদীঘি ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস আলী ফকির, দক্ষিণপাড়া ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট
রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন বালিয়াদীঘি ইউনিয়নের কালাইহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিজিবি সদস্যদের গুলিতে নিহত চার জনের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক
সহযোগিতা দেন।

গত ৫ জানুয়ারি বালিয়াদীঘি ইউনিয়নের নির্বাচনে ব্যালট বাক্স উপজেলা সদরে নিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে
হামলার ঘটনায় ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদের নির্দেশে বিজিবি সদস্যরা গুলিবর্ষণ করেন। এতে কালাইহাটা গ্রামের এক নারীসহ চার জন নিহত হন। এ ঘটনায় গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা জাকির হোসেন অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা করেছেন। অপরদিকে, রামেশ্বরপুর ইউনিয়নে জাইগুলি গ্রামে ইউপি সদস্যকে সমর্থন নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাকির হোসেন নামে একজন নিহত হন। নিহতের স্ত্রী শাপলা গাবতলী থানায় ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

/এফআর/
সম্পর্কিত
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
সর্বশেষ খবর
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা