X
মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২
২১ আষাঢ় ১৪২৯

চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ৮২০ হেক্টর জমির রবিশস্যের ক্ষতি 

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৩:৩৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে হওয়া শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) রাতের শিলাবৃষ্টিতে ৮২০ হেক্টর জমির রবিশস্যের ক্ষতি হয় বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। গত রাতে জেলায় গড়ে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। 

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরফিুল ইসলাম বলেন, শিবগঞ্জ উপজেলায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে শিলাবৃষ্টিতে রবি ফসল ও ফুল জাতীয় ফসলের ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, গত রাতের শিলাবৃষ্টিতে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা, উজিরপুর, পাঁকা, ঘোড়াপাখিয়া, দুর্লভপুর ও ছত্রাজিতপুর ইউনিয়নের ৬৭২ হেক্টর জমির রবি ফসলের ক্ষতি হয়েছে। রবি ফসলের মধ্যে রয়েছে, সরিষা, গম, বোরো বীজতলা, গ্রীষ্মকালীন পেঁয়াজ, রসুন, ভুট্টা, শাক-সবজি, কলা ও কুল। 

এদিকে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনুভা বলেন, শিলাবৃষ্টিতে সদর উপজেলার মহারাজপুর, রানীহাটি ও বালিয়াডাঙ্গা এই তিন ইউনিয়নের গম, সরিষা, খেসারি ও মসুর ডাল, আলু, পেঁয়াজ, স্ট্রবেরিসহ শীতকালীন ১৪৮ হেক্টর রবিশস্যের ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, সদর উপজেলায় পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ৮২০ হেক্টর জমির ফসলের ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে এ সময়ের হালকা বৃষ্টি আমসহ বিভিন্ন ফসলের জন্য উপকারি। এই সময়ে মশুর, সরিষা, ছোলা ও গমের জন্য সামান্য বৃষ্টিপাত ভালো। 

তিনি জানান, কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে অতিরিক্ত বৃষ্টিপাত না হওয়ায় বড় ধরনের কোনও ক্ষতির আশঙ্কা আমরা করছি না। আবহাওয়া ভালো থাকায় এবং সকাল থেকে রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করায় যেসব রবিশস্যের ক্ষতি কাটিয়ে ওঠা যাবে বলে জানান তিনি। 

 

/টিটি/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
ঢাবিতে চান্স পাননি ৫৫ বছরের বেলায়েত, চেষ্টা চালাবেন অন্য বিশ্ববিদ্যালয়ে
ঢাবিতে চান্স পাননি ৫৫ বছরের বেলায়েত, চেষ্টা চালাবেন অন্য বিশ্ববিদ্যালয়ে
কী আছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে
কী আছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে
মহাগুরুকে নিয়ে মহাস্বপ্ন দেখছে পশ্চিমবঙ্গ বিজেপি
মহাগুরুকে নিয়ে মহাস্বপ্ন দেখছে পশ্চিমবঙ্গ বিজেপি
ডিপোতে আগুন: তদন্ত শেষ করতে পারেনি ৬ কমিটির পাঁচটি
ডিপোতে আগুন: তদন্ত শেষ করতে পারেনি ৬ কমিটির পাঁচটি
এ বিভাগের সর্বশেষ
ঘিরে রাখা বাড়িতে পাওয়া বস্তুটি বোমা নয়
ঘিরে রাখা বাড়িতে পাওয়া বস্তুটি বোমা নয়
মরদেহ কাঁধে নিয়ে বিক্ষোভ
মরদেহ কাঁধে নিয়ে বিক্ষোভ
দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো একজনের
দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো একজনের
‘ঈদে খামারিদের ক্ষতি হতে দেবে না বিজিবি’
‘ঈদে খামারিদের ক্ষতি হতে দেবে না বিজিবি’
ক্রেতা কম, দাম বেশি চাচ্ছেন গরু বিক্রেতারা
ক্রেতা কম, দাম বেশি চাচ্ছেন গরু বিক্রেতারা