X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আহত যুবলীগ নেতার হাসপাতালে মৃত্যু, আসামি রিমান্ডে

বগুড়া প্রতিনিধি
২০ এপ্রিল ২০২২, ১৭:৫৬আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৭:৫৬

বগুড়ার শাজাহানপুরে স্কুল কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে ছুরিকাহত ওয়ার্ড যুবলীগ নেতা মন্তেজার রহমান মন্তা (৫৫) মারা গেছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। গত ৪ এপ্রিল দুপুরে তাকে উপজেলা পরিষদের সামনে ছুরিকাঘাত করা হয়েছিল। 

বুধবার শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, আগের মামলা হত্যা মামলায় পরিণত হবে। গ্রেফতার দুই জনের মধ্যে একজনকে আজ দুই দিনের রিমান্ডে আনা হয়েছে।

বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমেদসহ অন্যান্যরা দাবি করেন, চোপীনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মন্তেজার রহমান মন্তা শাহনগর গ্রামের আফজাল হোসেনের ছেলে। স্থানীয় শাহনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম মঞ্জু অবৈধ পন্থায় একই গ্রামের দুদু মিয়ার ছেলে বিএনপি থেকে সম্প্রতি আওয়ামী লীগে অনুপ্রবেশকারী মানিকুর রহমান মানিককে ম্যানেজিং কমিটির সভাপতি করেন। এ নিয়ে মন্তা ও মানিক পক্ষের মধ্যে দ্বন্দ্ব বাধে।

নির্বাচনি প্রক্রিয়া সঠিক হয়নি মর্মে যুবলীগ নেতা মন্তা শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজকে। গত ৪ এপ্রিল দুপুরে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে আসেন। তখন শিক্ষা কর্মকর্তা তাকে বসিয়ে রেখে বিবাদী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে কল করে ডাকেন।

ভিপি এম সুলতান আহমেদ অভিযোগ করেন, প্রধান শিক্ষক মঞ্জু শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে আসার আগেই মন্তাকে শায়েস্তা করতে মানিকুর রহমান মানিক ও তার ছেলে মনিরুজ্জামান জীবনকে (২৭) ভাড়া করেন। দুপুর ১টার দিকে মন্তা উপজেলা পরিষদ থেকে বের হয়ে প্রধান ফটকের সামনে পৌঁছালে তাকে মানিক ও তার ছেলে জীবন প্রকাশ্যে ছুরিকাঘাত করেন। রক্তাক্ত মন্তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৮টার দিকে মারা যান। তিনি হত্যার তীব্র নিন্দা জানিয়ে
জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, ছুরিকাঘাতের পরপরই রক্তমাখা ছুরিসহ মানিক ও তার ছেলে জীবনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে নিহত মন্তার ছেলে মেহেদী হাসান এই দুই জনের নাম উল্লেখ করে
অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

তিনি আরও জানান, আসামি মানিককে পাঁচ দিনের রিমান্ড চেয়ে বুধবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিনিয়া জাহানের আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

/এফআর/
সম্পর্কিত
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
ভারতীয় পণ্য বর্জন প্রতিক্রিয়াশীল চিন্তার প্রতিচ্ছবি: শেখ পরশ
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা