X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

শ্রমিকনেতা হত্যা মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২২, ২৩:০৩আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ২৩:০৪

বগুড়ার শিবগঞ্জে ট্রাক শ্রমিকনেতা শহিদুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি শ্রমিকলীগ নেতা ইয়াকুব আলী খাঁকে (৫৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (২৭ এপ্রিল) বিকালে তাকে শিবগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে সিআইডির বগুড়া ক্যাম্প।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর আবদুল হান্নান জানান, ঈদের পর তাকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইয়াকুব আলী খাঁ শিবগঞ্জ উপজেলার কিচক এলাকার বাসিন্দা ও কিচক বাজারের আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি। তিনি ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। কিচক বাজারে ট্রাক শ্রমিকদের চাঁদার ভাগবাটোয়ারা ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। ইয়াকুব আলী খাঁ ও তার লোক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু সাঈদ নিজেদের কর্তৃত্ব বাড়াতে সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে সরিয়ে তার স্থলে মুসলিম নামে একজনকে বসানোর চেষ্টা করছিলেন। তাদের কথায় শহিদুল পদ ছাড়তে রাজি না হওয়ায় তার প্রতি ক্ষুব্ধ হন। এর জেরে ইয়াকুব আলীর নির্দেশে আবু সাঈদ তাকে (শহিদুল) ছুরিকাঘাত করেন।

গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিচক বাজারে এ ঘটনা ঘটে। নিহতের বড় ভাই আনিছুর রহমান ২৬ মার্চ শিবগঞ্জ থানায় কিচক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সাঈদ ও ইয়াকুব আলীসহ ১১ জনের নাম উল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আবু সাঈদ বর্তমান উচ্চ আদালত থেকে জামিনে আছেন। ঈদের দুই দিন পর তার জামিনের মেয়াদ শেষ হবে।

তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর আবদুল হান্নান জানান, বুধবার বিকালে গোপনে খবর পেয়ে শিবগঞ্জ এলাকা থেকে ইয়াকুব আলীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন। এর আগে গ্রেফতার আসামি আমিনুল ইসলাম গত ২৪ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেছেন, ইয়াকুবের হুকুমে আসামি আবু সাঈদ ভুক্তভোগী শহিদুলের পেটে ছুরি মেরেছিলেন।

সিআইডির এই কর্মকর্তা আরও জানান, এই মামলায় নিয়ে চার আসামি গ্রেফতার করা হয়েছে। ইয়াকুব আলীও উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিন শেষে তাকে গ্রেফতার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন