X
বুধবার, ২৯ মার্চ ২০২৩
১৫ চৈত্র ১৪২৯

শ্রমিকনেতা হত্যা মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২২, ২৩:০৩আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ২৩:০৪

বগুড়ার শিবগঞ্জে ট্রাক শ্রমিকনেতা শহিদুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি শ্রমিকলীগ নেতা ইয়াকুব আলী খাঁকে (৫৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (২৭ এপ্রিল) বিকালে তাকে শিবগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে সিআইডির বগুড়া ক্যাম্প।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর আবদুল হান্নান জানান, ঈদের পর তাকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইয়াকুব আলী খাঁ শিবগঞ্জ উপজেলার কিচক এলাকার বাসিন্দা ও কিচক বাজারের আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি। তিনি ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। কিচক বাজারে ট্রাক শ্রমিকদের চাঁদার ভাগবাটোয়ারা ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। ইয়াকুব আলী খাঁ ও তার লোক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু সাঈদ নিজেদের কর্তৃত্ব বাড়াতে সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে সরিয়ে তার স্থলে মুসলিম নামে একজনকে বসানোর চেষ্টা করছিলেন। তাদের কথায় শহিদুল পদ ছাড়তে রাজি না হওয়ায় তার প্রতি ক্ষুব্ধ হন। এর জেরে ইয়াকুব আলীর নির্দেশে আবু সাঈদ তাকে (শহিদুল) ছুরিকাঘাত করেন।

গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিচক বাজারে এ ঘটনা ঘটে। নিহতের বড় ভাই আনিছুর রহমান ২৬ মার্চ শিবগঞ্জ থানায় কিচক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সাঈদ ও ইয়াকুব আলীসহ ১১ জনের নাম উল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আবু সাঈদ বর্তমান উচ্চ আদালত থেকে জামিনে আছেন। ঈদের দুই দিন পর তার জামিনের মেয়াদ শেষ হবে।

তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর আবদুল হান্নান জানান, বুধবার বিকালে গোপনে খবর পেয়ে শিবগঞ্জ এলাকা থেকে ইয়াকুব আলীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন। এর আগে গ্রেফতার আসামি আমিনুল ইসলাম গত ২৪ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেছেন, ইয়াকুবের হুকুমে আসামি আবু সাঈদ ভুক্তভোগী শহিদুলের পেটে ছুরি মেরেছিলেন।

সিআইডির এই কর্মকর্তা আরও জানান, এই মামলায় নিয়ে চার আসামি গ্রেফতার করা হয়েছে। ইয়াকুব আলীও উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিন শেষে তাকে গ্রেফতার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা রশিদ
ডায়িং মিলে কাজ করার সময় পড়ে গিয়ে শ্রমিকের মৃত্যু
বিস্ফোরণের পর খনিতে দুই দিন ধরে আটকা ১০ শ্রমিক
সর্বশেষ খবর
একটি চিত্রকর্ম, সোশাল মিডিয়া পোস্ট ও যুদ্ধবিরোধিতার সাজা
একটি চিত্রকর্ম, সোশাল মিডিয়া পোস্ট ও যুদ্ধবিরোধিতার সাজা
ভূমি মন্ত্রণালয়ে নতুন সচিব খলিলুর রহমান
ভূমি মন্ত্রণালয়ে নতুন সচিব খলিলুর রহমান
রাজু-রিমন নেতৃত্বাধীন বাচসাস কমিটির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজু-রিমন নেতৃত্বাধীন বাচসাস কমিটির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
আবার সংলাপ!
আবার সংলাপ!
সর্বাধিক পঠিত
রুচির দুর্ভিক্ষ: বুঝতে পারছেন কি, সামনে কতটা অন্ধকার
রুচির দুর্ভিক্ষ: বুঝতে পারছেন কি, সামনে কতটা অন্ধকার
বিরিয়ানির হাঁড়ি লাল কাপড়ে ঢাকা থাকে কেন?
বিরিয়ানির হাঁড়ি লাল কাপড়ে ঢাকা থাকে কেন?
র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: কোনও অভিযোগ নেই পরিবারের, করবে না মামলাও
র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: কোনও অভিযোগ নেই পরিবারের, করবে না মামলাও
শুদ্ধভাবে জাতীয় সংগীত গাইতে না পারায় শিক্ষককে শোকজ করলেন ডিসি
শুদ্ধভাবে জাতীয় সংগীত গাইতে না পারায় শিক্ষককে শোকজ করলেন ডিসি
শাকিবের জন্মদিনে শেষ ছক্কা হাঁকালেন অপু!
শাকিবের জন্মদিনে শেষ ছক্কা হাঁকালেন অপু!