X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

তেলের মূল্য নিয়ে কারচুপির দায়ে ২০ হাজার টাকা জরিমানা

রাজশাহী প্রতিনিধি
১১ মে ২০২২, ১৮:০৯আপডেট : ১১ মে ২০২২, ২০:৪৫

রাজশাহী নগরীতে তেলের মূল্য কারচুপির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (১১ মে) বেলা সাড়ে ১১ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এই জরিমানা আদায় করেন।

নগরীর মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত এস জেড এন্টারপ্রাইজের মালিক শামসুজ্জামানকে এই জরিমানা করা হয়।

সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, ওই দোকানটিতে তেলের মূল্য কারচুপি হচ্ছে বলে তারা জানতে পারেন। সেখানে মূল্য বৃদ্ধি পাওয়ার আগের অর্থাৎ ১৬০ টাকা লিটারের তেল মজুত ছিল। সেই তেল তিনি বাড়তি মূল্যে বিক্রি করছিলেন। অভিযানে গেলে আগের মূল্যের তিন লিটারের মাত্র তিনটি বোতলজাত তেল আছে বলে জানান। কিন্তু তার গুদামে অভিযান চালিয়ে এক লিটারের মোট ২২টি বোতলজাত তেল পাওয়া যায়। এস জেড এন্ডারপ্রাইজের মালিক শামসুজ্জামান পূর্বের তেল অবৈধভাবে মজুদ রেখে বাড়তি মূল্যে বিক্রি করছিলেন। এই অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগের দিন মঙ্গলবার (১০ মে) অবৈধভাবে সয়াবিন তেল মজুত ও নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে রাজশাহী নগরীর তিন ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ ছাড়াও পুঠিয়ার উপজেলার বানেশ্বর বাজারে চারটি গুদামে অভিযান চালিয়ে ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন ও পামওয়েল তেল জব্দ এবং পাঁচ জনকে আটক করেছিল রাজশাহী জেলা পুলিশ। আগের দর অনুযায়ী যার বাজারমূল্য এক কোটি ২২ লাখ ৮৬ হাজার ৯২০ টাকা। আর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বগদামারিতে একটি গুদামে অভিযান চালিয়ে ১০১ ব্যারেল সয়াবিন তেল উদ্ধার করা হয়েছিল। এই ঘটনায় ব্যবসায়ী মাজদার আলীকে আটক করা হয়।

সোমবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত জেলা পুলিশ অভিযান চালিয়ে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর বাজারের দুটি গুদাম থেকে প্রায় ২৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছিল। জব্দ তেলের মধ্যে ১৯ হাজার ১৭৬ লিটার সয়াবিন এবং ৭ হাজার ৫৪৮ লিটার সরিষার তেল ছিল বলে জানিয়েছিল পুলিশ। এ সময় গ্রেফতার করা হয় তেলের মালিক ব্যবসায়ী শহিদুল ইসলাম স্বপনকে (৪০)।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
লিটারে ১০ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
টিসিবির জন্য ৩৪৭ কোটি টাকার ডাল-তেল কিনছে সরকার
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা