X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাবি’র অবসরপ্রাপ্ত শিক্ষকের ২৩ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার এক

রাজশাহী প্রতিনিধি
১২ মে ২০২২, ০০:৩২আপডেট : ১২ মে ২০২২, ০০:৩২

স্থায়ী আমানতের ২৩ লাখ টাকা তোলার পর টাকার ব্যাগ সঙ্গে নিয়েই জুতা কিনতে গিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এক শিক্ষক। জুতা পছন্দ করার সময় সেখান থেকে টাকা ব্যাগ ছিনতাই হয়েছে। মঙ্গলবার (১০ মে) বিকালে রাজশাহী নগরের বাটার মোড় এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

এ ঘটনায় আলামিন হৃদয় নামের একজনকে গ্রেফতার করেছে। তবে মোট ২৩ লাখ ১১ হাজার টাকার মধ্যে কোনও টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।

টাকা খোয়ানো ওই শিক্ষকের নাম মজিবুর রহমান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। এ ঘটনায় তিনি নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজের স্থায়ী আমানতের ২৩ লাখ টাকা তুলে ব্যাগে নিয়ে জুতার দোকানে ঢুকেছিলেন ওই শিক্ষক। পাশে ব্যাগ রেখে তিনি জুতা পছন্দ করছিলেন। এমন সময় এক ছিনতাইকারী ওই ব্যাগ নিয়ে দৌড় দেয়। জুতার দোকানি জুতা চোর ভেবে ধাওয়া দিয়েছিলেন। কিন্তু তাকে ধরতে পারেননি।

অবসরপ্রাপ্ত অধ্যাপক মজিবুর রহমান বলেন, তিনি ও তার স্ত্রী জুতা পছন্দ করছিলেন। জুতার দিকেই মনোযোগ দিয়েছিলেন তারা। ব্যাগ নিয়ে দৌড় দেওয়ার সময় দরজায় শব্দ হয়। তখন পাশের দোকান থেকে একজন দোকানি চিৎকার দিয়ে বলেন, ‘চুরি করে পালালো।’ 

ওই দোকানি তাকে ধাওয়া দিয়েও ধরতে পারেনি। তিনি পরে খেয়াল করেন, তার টাকার ব্যাগটিও নেই। তখনই বুঝতে পারেন, যে লোকটি পালিয়েছে, সে তার টাকার ব্যাগ নিয়ে গেছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ওই শিক্ষক নগরীর লক্ষ্মীপুর এলাকার জিপিও থেকে স্থায়ী আমানতের টাকা তোলেন। এ সময় সঙ্গে তার স্ত্রীও ছিলেন। তিনি টাকা নিয়ে একটি অটোরিকশায় তিন ঘণ্টা ধরে সাহেব বাজার, সমবায় মার্কেটসহ নগরীর বাটার মোড় এলাকায় আসেন। একটি জুতার দোকানে ব্যাগটি রেখে জুতা পছন্দ করছিলেন তিনি। 

ওসি মাজহারুল ইসলাম বলেন, সিসি ক্যামেরায় দেখা গেছে, টাকা তোলার সময় থেকেই তাদের অনুসরণ করছিলেন ওই ছিনতাইকারী। একই অটোরিকশায় তাদের সঙ্গে বাটার মোড়ে এসে নামেন তিনি। তার মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা ছিল।

তিনি জানান, ফুটেজ দেখে আলামিন হৃদয় নামের একজনকে নগরীর ডিঙ্গাডোবা এলাকার ব্যাংক কলোনী থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। এরপর বুধবার (১১ মে) তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে টাকা উদ্ধার করা যায় কিনা তা দেখা হবে। 

এছাড়াও এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলেও জানান ওসি মাজহারুল ইসলাম।

/ইউএস/
সম্পর্কিত
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের
কাওরান বাজারে ৭১ টিভির গাড়িতে ছিনতাইকারীদের হামলা
ভ্যান চালানোর আড়ালে মূল পেশা গাড়ি থেকে মোবাইল ছিনতাই!
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী