X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শনাক্ত হয়নি ফায়ারম্যান রবিউলের লাশ, অপেক্ষায় বাবা

আব্দুর রউফ পাভেল, নওগাঁ
০৬ জুন ২০২২, ১৮:০৫আপডেট : ০৬ জুন ২০২২, ১৮:৩২

শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে আগুন নেভাতে গিয়েছিলেন সীতাকুণ্ড স্টেশনের ফায়ার ফাইটার রবিউল ইসলাম। স্টেশন থেকে বের হওয়ার আগে মাকে ফোন দিয়ে দোয়া চেয়েছিলেন তিনি। এটাই ছিল মায়ের সঙ্গে রবিউলের শেষ কথা। ডিপোতে আগুন নেভাতে যাওয়ার পর এখন পর্যন্ত তার খোঁজ মেলেনি। চট্টগ্রাম মেডিক্যালে ডিএনএ নমুনা দিয়ে এখন ছেলের মরদেহ শনাক্তের অপেক্ষায় রয়েছেন বাবা খাদেমুল ইসলাম।   

খোঁজ নিয়ে জানা যায়, নওগাঁ শহরের চকপাথুরিয়া ফকিরপাড়া মহল্লায় ফায়ার ফাইটার রবিউল ইসলামের বাড়ি। তিনি সীতাকুণ্ড স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন।  

রবিউলের বাড়িতে গিয়ে কথা হয় মা ফাইমা খাতুনের সঙ্গে। তিনি বলেন, শনিবার (৪ জুন) রাত সাড়ে ৮টায় আমার ছেলে ফোন দিয়ে জানায় সীতাকুণ্ডে একটা কারখানায় আগুন লেগেছে। আমি ডিউটিতে যাচ্ছি, দোয়া কইরো। এটাই ছিল তার সঙ্গে আমার শেষ কথা। ওই রাতে শহরে এক আত্মীয়ের বাড়িতে ছিলাম। রাতে ছেলের সঙ্গে কথা হয়নি। ভোর ৫টার দিকে ছেলেকে ফোন দিলে ফায়ার স্টেশন অফিসে যে ডিউটিতে ছিল সে রিসিভ করে। ওই লোক জানান, রবিউল ডিউটিতে গেছে, তার জন্য দোয়া করবেন। পরে রবিবার (৫ জুন) সকাল ৯টার দিকে বাসায় এসে টেলিভিশন চালু করে দেখি আগুনের সংবাদ। অনেক লোক মারা গেছে, এই বলে কথা শেষ করতে পারেন না ফাইমা খাতুন, ফুপিয়ে কেঁদে ওঠেন।  

তিনি আরও জানান, রবিবার সকালে টেলিভিশনে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহতের খবর দেখে রবিউলের সঙ্গে তার এক বন্ধু যোগাযোগের চেষ্টা করে। পরে ফোনে তাকে না পেয়ে রবিউলের বাবা খাদেমুল ইসলামকে ফোন দেন। ছেলের বন্ধুর কাছ থেকে অগ্নিকাণ্ডের ভয়াবহতার খবর শুনে ছেলের মুঠোফোনে ফোন দিলে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের এক সহকর্মী কল রিসিভ করেন। পরে তিনি জানান, রাতে আগুন নেভানোর সময় বিস্ফোরণের পর থেকে রবিউলকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

রবিউল ইসলামের চাচা নাজিম উদ্দিন বলেন, রবিউলের খোঁজ নিতে ছোট ছেলে রনি ও প্রতিবেশী সাইদুর রহমানকে নিয়ে চট্টগ্রাম গেছেন খাদেমুল। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পুড়ে যাওয়া চারটি লাশ রয়েছে। কিন্তু লাশগুলো বাজেভাবে পুড়ে যাওয়ায় শনাক্ত করা যাচ্ছে না। লাশ শনাক্তের জন্য রবিউলের বাবার ডিএনএ সংগ্রহ করা হয়েছে। এখন মরদেহ নিয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন রবিউলের স্বজনরা।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণমালিকপক্ষের অবহেলা পেয়েছে ৬ সংস্থা, কিছুই পায়নি ডিবি
সর্বশেষ খবর
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!