X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

করতোয়ায় মিললো নিখোঁজ ২ বন্ধুর মরদেহ 

বগুড়া প্রতিনিধি
০৯ জুলাই ২০২২, ২১:৫৭আপডেট : ০৯ জুলাই ২০২২, ২২:১১

 

বগুড়ার শেরপুরে নিখোঁজ একাদশ শ্রেণির দুই বন্ধুর মরদেহ করতোয়া নদীতে পাওয়া গেছে। পুলিশ শনিবার (৯ জুলাই) উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম নামাপাড়া ও দুপুরে খানপুর ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে। 

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ঈদ খরচের টাকা না পেয়ে দুই বন্ধু অভিমানে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। এরপরও ময়নাতদন্তের রিপোর্ট পেলে তাদের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ওই দুই শিক্ষার্থী বগুড়ার শেরপুর সদরের বারদুয়ারী হাটখোলা এলাকার শিক্ষক মোজাফফর হোসেনের ছেলে স্থানীয় শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র সাম্মাম হোসেন তাহমিদ (১৮) ও তার বন্ধু দাড়িদহ ইউনিয়নের মহিপুর জামতলা গ্রামের লুৎফর রহমানের ছেলে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র সাব্বির আহম্মেদ শিশির (১৮)।

দুই পরিবারের সদস্যদের বরাত দিয়ে শেরপুর থানা পুলিশ জানায়, সাম্মাম হোসেন তাহমিদ ও সাব্বির আহম্মেদ শিশির আলাদা কলেজে পড়াশোনা এবং পৃথক স্থানে বসবাস করলেও তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। দুই বন্ধু পরিবারের নিয়ন্ত্রণে ছিল না। এরা দু’জন কয়েকদিন আগে বাবা-মার কাছে ঈদের খরচ হিসেবে ১০ হাজার টাকা করে দাবি করে। মা তাহমিদকে পাঁচ হাজার টাকা দিলেও শিশিরকে এক টাকাও দেয়নি তার পরিবার। এ নিয়ে দুই বন্ধুর মধ্যে ক্ষোভ ও অভিমান দেখা দেয়। বৃহস্পতিবার (৭ জুলাই) দুই বন্ধু তাহমিদ ও শিশির বগুড়া শহরে ঘুরতে যায়। তাহমিদ রাত সাড়ে ১২টার দিকে বন্ধু শিশিরকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে আসে। সে সময় তাদের অপ্রকৃতস্থ অবস্থায় দেখা যায়। পরদিন শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে তারা খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়। বেলা ১০টার দিকে তাহমিদ ফোনে তার মাকে জানায়, তারা দু’জন গজারিয়া গ্রামে বেড়াতে গেছে। 

তাহমিদের মা মুর্শিদা খাতুনকে বলেন, দোকান থেকে কোক কিনে টাকা চেয়েছিল আমার ছেলে। তখন বলেছিলাম তোর কাছে তো টাকা আছেই; সেখান থেকে পরিশোধ কর। তখন তাহমিদ অভিমান করে বলেছিল, ঠিক আছে আর কোনোদিন টাকা দিতে হবে না। 

শিশিরও তার মাকে ফোন করে জানায়, টাকা দিলে না আর দরকার নেই। এরপর থেকে দুই বন্ধুর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী