X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জমি নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে পিটিয়ে জখমের পর হত্যার হুমকি

পাবনা প্রতিনিধি
২৬ জুলাই ২০২২, ১৫:০৪আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৫:২৪

পাবনার নূরপুরে জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী সাইফুল ইসলাম মুনুকে (৪৮) ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর যখমের পর এবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সাইফুল ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দায়ের করা মমলায় জামিনে বের হয়ে আসামিরা বেপরোয়া হয়ে উঠেছে বলে এলাকাবাসীর অভিযোগ। এতে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।  

স্থানীয়রা জানান, গত ৮ জুলাই জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পাবনা শহরের নূরপুর এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলাম মুনুকে (৪৮) ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। ওই দিন জুমার নামাজ আদায় করতে যাওয়ার পথে হামলার শিকার হন তিনি। এ ঘটনায় আহত সাইফুলের ভাই আসমত শেখ ৯ জুলাই বাদী হয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযাগ দায়ের করেন। প্রাথমিক তদন্ত শেষে মামলা নথিভুক্ত হলে হামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরে আসামিরা আদালত থেকে অগ্রিম জামিন নেন। তবে এ মামলার অন্যতম আসামি প্রান্ত জেলহাজতে আছেন। বাকিরা জামিনে রয়েছেন।

হামলার আসামিরা হলেন, নূরপুর দক্ষিণ পাড়া মহল্লার মৃত মোজাম্মেল হকের মেয়ে রেবেকা পারভীন (৩৩) ও তার ছেলে মো. রিয়াজুল (৩০); একই গ্রামের মো. একরাম হোসেনের ছেলে শান্ত হোসেন (২৪) ও প্রান্ত হোসেন (২২); একই মহল্লার মো. আরিফ ড্রাইভারের ছেলে শান্ত (২২) ও নিবিড় (২০); মো. নজরুল মিস্ত্রির ছেলে মো. রাব্বী (২২); নূর মোহম্মদ সাকনের ছেলে মো. রবিন (২৮) এবং মো. রতনের ছেলে শাওন (৩৩)।

এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে নূরপুর এলাকার মৃত জুলমত আলীর ছেলে পৌর এলাকার লোহা ব্যবসায়ী সাইফুল ইসলাম মুন্নু বাসা থেকে জুমার নামাজ পড়তে বের হন। পাশে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপরে হামলা করে। হামলাকারীরা তাকে দেশীয় ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে মারপিট করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

গুরুত্বর আহত সাইফুল ইসলামের স্ত্রী মোছা. আমেনা খাতুন মুন্নি বলেন, ‘আমার পরিবারের ছেলেমেয়েদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে ওরা। স্বামীকে মেরেছে আবার আমার ছোট ছেলে ও মেয়েকে মারার জন্য হুমকি দিচ্ছে, মামলা তুলে নিতে বলছে। নিরাপত্তাহীনতার মধ্যে আছি আমরা। বাসায় তালা দিয়ে স্বামীকে নিয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসা করাচ্ছি। ওরা জোর করে আমাদের বসতবাড়ির জমি দখল করে নিতে চায়। আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা চাই, নিরাপত্তা চাই।’

মামলার বাদী মো. আসমত শেখ বলেন, ‘আসামিরা সবাই আদালতের মাধ্যমে অগ্রিম জামিন নিয়েছে। জামিন নিয়ে আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। এর আগেও তারা আমাদের মেরেছে। আমার ভাইয়ের জমির দিকে তাদের নজর। অনেকবার বসা হয়েছে, সমঝোতা হয়েছে। ঈদের পরে আবারও বসার কথা ছিল। এখন আমার ভাইয়ের ছেলেমেয়েরা স্কুলে যেতে ভয় পাচ্ছে। তারা নানাভাবে ক্ষতি করার জন্য হুমকি দিচ্ছে। আমার ভাই ঢাকায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তার মাথা ও পায়ের অবস্থা খুব খারাপ। খুব চিন্তার মধ্যে আছি আমরা। কী করবো বুঝে উঠতে পারছি না। জামিনে মুক্ত হয়ে ওদের সাহস আরও বৃদ্ধি পেয়েছে।  আমাদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা এস এম রাসেল কবির বলেন, ‘এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলছে। হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিরা আদালতে হাজিরা দিয়ে জামিন নিয়েছেন। এই মামলার একজন আসামি জেলহাজতে আছেন। ঘটনাটি জমিজমা নিয়ে। তারা একে অপরের আত্মীয়-স্বজন। জমির ওয়ারিশানা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। তবে জামিন লাভ করে প্রতিপক্ষকে ভয়ভীতি দেখানোর বিষয়ে আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি। আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ