X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পায়ে হেঁটে ৩ দেশ ঘুরে বাংলাদেশে নেপালি তরুণ

হারুনুর রশীদ, জয়পুরহাট 
১৫ অক্টোবর ২০২২, ১৬:২৫আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১৬:২৫

রাস্তার বাম পাশ দিয়ে হেঁটে চলেছেন দুই তরুণ। পথে তারা নিজেদের মধ্যে গল্প করছেন, আবার থামছেন। কেউ তাদের চা পানের আমন্ত্রণ জানাচ্ছেন, আবার কেউ কেউ তাদের দাঁড় করিয়ে কথাও বলছেন। এই দুই তরুণের মধ্যে একজন ছিলেন ভিনদেশি। তাকে ঘিরেই যত আগ্রহ সবার। 

বলছিলাম পায়ে হেঁটে চার দেশ ভ্রমণে বের হওয়া ২৭ বছর বয়সী নেপালি তরুণ ইহ’র কথা। জানতে চাইলে ছোট নামের এ তরুণ জানান নিজ দেশ নেপাল থেকে শ্রীলঙ্কা ও ভারত হয়ে বাংলাদেশে এসেছেন তিনি। ভিনদেশি এই তরুণ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুঁলিয়া পর্যন্ত পায়ে হাঁটবেন। ইতোমধ্যে জয়পুরহাট জেলা পরিভ্রমণ শেষ করেছেন তিনি।

তরুণ ইহ নেপালের রাজধানী কাঠমান্ডুর থাপাথালি এলাকার বাসিন্দা। নেপালি এই তরুণের ভ্রমণসঙ্গী হয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী ও তরুণ লেখক হোমায়েদ ইসহাক ওরফে মুন। 

নেপালি তরুণ ইহ ও তার বাংলাদেশি বন্ধু ইসহাক মুন ইহ বলেন, ভ্রমণ ভালো লাগার কারণে ১৪ বছর বয়সে স্কুল ছেড়েছি। এখন ভ্রমণই জীবন। নেপাল, শ্রীলঙ্কা, ভারত হয়ে বাংলাদেশ এই চার দেশ ভ্রমণের জন্য ২৩৬ দিন আগে পায়ে হেঁটে কাঠমান্ডু থেকে বের হয়েছি। গত ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে হেঁটে পঞ্চগড়ের তেঁতুলিয়ার পথে রওনা হয়েছি। চলার পথে প্রকৃতির সৌন্দর্য আর উঁচু-নিচু পথ পাড়ি দিয়ে ৭২৩ কিলোমিটার পথ হেঁটে শুক্রবার (১৪ অক্টোবর) বিকাল ৫টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পৌঁছেছি। এরপর সেখান থেকে তিনি দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার দিকে রওনা হন। 

ইহের বন্ধু ইসহাক ওরফে মুন বলেন, আমি এভারেস্ট বেজক্যাম্পে যাওয়ার পরে কাঠমান্ডুতে তার সঙ্গে পরিচয় হয়। ইহ আমার সঙ্গে যোগাযোগ করে বলে পায়ে হেঁটে নেপাল, শ্রীলঙ্কা, ভারত পাড়ি দেওয়ার পর বাংলাদেশ ভ্রমণ করতে চান। এরপর সে ঢাকায় পৌঁছালে আমি টাঙ্গাইলের মির্জাপুরে তার সঙ্গে মিলিত হই। আমরা পঞ্চগড়ের শেষ পর্যন্ত যাবো। 

তিনি আরও বলেন, ইহ বাংলাদেশে এসেছে, এতে অনেক ভালো লাগছে। কেননা একটা অন্য দেশের মানুষ আমাদের দেশে এসেছে, এই দেশের মানুষের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিতে পারছি, তার জন্য ভালো লাগছে। এর থেকেও বেশি ভালো লেগেছে যে, লম্বা সময় তার সঙ্গে হাঁটছি, বাংলাদেশকে চিনিয়ে দিতে পারছি। ইহ আমাদের দেশের সংস্কৃতিতে ভিন্নতা খুঁজে পাচ্ছে, তার সঙ্গে ঘুরে আমিও বিষয়টা অনুভব করছি।

নেপালি তরুণ ইহ ও তার বাংলাদেশি বন্ধু ইসহাক মুন বাংলাদেশ ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা জানতে চাইলে ইহ বলেন, এই দেশের দক্ষিণাঞ্চলের মানুষের চেয়ে উত্তরাঞ্চলের মানুষ বেশি আন্তরিক। তারা অনেক বেশি অতিথি পরায়ণ। বাংলাদেশের মানুষের জীবনযাপন ও সংস্কৃতি দারুণ। পথে পথে সবুজ ফসলের মাঠ দারুণ লেগেছে। প্রকৃতির এই সৌন্দর্যে আমি মুগ্ধ। হাট-বাজারে অনেকেই আমাকে দেখে আগ্রহ দেখিয়েছে। কাছে এসে গল্প করেছে, আমার বিষয়ে জানতে চেয়েছে। অনেকে চা-বিস্কুটেরও আমন্ত্রণ জানিয়েছেন। 

ভিনদেশি এই তরুণ আরও জানান, হিলিতে রাতযাপন শেষে শনিবার সকালে হেঁটে আবারও রওনা হবো। এভাবে হেঁটে হেঁটে পঞ্চগড়ের বাংলাবান্ধায় যাবো। সেখান থেকে আবারও পায়ে হেঁটে নিজ দেশ নেপালে ফিরবেন বলে জানান ইহ।  

/টিটি/ 
সম্পর্কিত
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
আলেকজান্ডার মেঘনা পাড় যেন আরেক কক্সবাজার
মুজিবনগর-আমঝুপি নীলকুঠিতে দর্শনার্থীদের ভিড়
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক