X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এমপি বাদশার বক্তব্যে বিব্রত রাবি প্রশাসন

রাবি প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২২, ২১:২০আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ২১:২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী কে জি এম শাহরিয়ারের মৃত্যু নিয়ে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বক্তব্যে বিব্রত বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাহরিয়ারের মৃত্যু ও পরবর্তীতে ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের অবস্থান জানিয়ে বুধবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজশাহীর একজন জনপ্রতিনিধি (এমপি বাদশা) শাহরিয়ারকে হত্যা করে হাসপাতালে নিয়ে যাওয়া এবং তার পরিবারকে হুমকি দিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে পালিয়ে যাওয়াসহ হাসপাতালে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে গণমাধ্যমে অমূলক তথ্য দিয়েছেন।’

রাকসুর সাবেক এই ভিপিকে উদ্দেশ্য করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তার বক্তব্য অনুসারে শাহরিয়ার যদি আগেই মারা গিয়ে থাকে তবে লাশ জরুরি বিভাগ থেকে লাশঘরে না রেখে চিকিৎসার জন্য ৮ নম্বর ওয়ার্ডে পাঠানো হলো কেন? তার শরীরে কেন স্যালাইন পুশ ও অক্সিজেন দেওয়ার উদ্যোগ নেওয়া হলো? শাহরিয়ারের লাশ গ্রহণের ক্ষেত্রে তার পরিবারের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়েছিল। মৃতের বড় ভাই কোনও ধরনের অভিযোগ বা ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণ করেন। চিকিৎসকরা যদি এতটাই নিশ্চিত থাকেন, শাহরিয়ারকে আগেই হত্যা করা হয়েছে তবে হত্যা ও ওই দিন রাতের ঘটনাগুলোর কথা বিবেচনা করে কেন বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করলেন? লাশ হস্তান্তরের দায়িত্ব ছিল হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ষড়যন্ত্রকারী ও স্বাধীনতাবিরোধী বলে আখ্যা দেওয়ার বিষয়টি বাস্তবজ্ঞানহীন ও উসকানিমূলক উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তার (বাদশা) বক্তব্য পরিস্থিতি শান্ত করার চেয়ে আরও জটিল করেছে। প্রকৃত সত্যকে আড়াল করে এবং ঘটনার খণ্ডিত অংশকে ব্যবহার করে তিনি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, শিক্ষানগরী রাজশাহী এবং সমগ্র দেশ তথা মুক্তিযুদ্ধের সরকারকে বিব্রত করেছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে সৃষ্ট পরিস্থিতি উত্তপ্ত না করে সমাধানের ভূমিকা রাখতে পারতেন, এমন কোনও উদ্যোগ তার পক্ষ থেকে লক্ষ্য করা যায়নি।’

এমপি বাদশা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে হেয় করেছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিজেকে মুক্তিযুদ্ধের ধারক এবং এর অস্তিত্ব টিকিয়ে রাখার একক মালিক হিসেবে দাবি করে তিনি শুধু নিজেকে হেয় করেননি বরং রাবির মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাস করেন; এমন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে মর্মাহত ও অপমাণিত করেছেন। যেকোনো গণতান্ত্রিক আন্দোলন, স্বাধীনতা আন্দোলন ও দেশের ক্রান্তিকালে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকা পালনের গৌরবময় অতীতের বিষয়টি তিনি একেবারেই ভুলেই গেছেন। এমনকি জোহা স্যার ও স্বাধীনতাযুদ্ধে শহীদদের রক্তস্নাত মতিহার ক্যাম্পাসকে হেয়প্রতিপন্ন করেছেন তিনি।’

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর শহীদ হবিবুর রহমান হলের তিনতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন শাহরিয়ার। পরে তাকে রামেকে নিয়ে যাওয়ার ঘণ্টাখানেক পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শিক্ষার্থীদের অভিযোগ, রামেকে নেওয়ার ৩৫ মিনিট বিনা চিকিৎসায় শাহরিয়ারকে ফেলে রাখা হয়। পরে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ নিয়ে হাসপাতালে বিক্ষোভ করলে ইন্টার্ন চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়রা শিক্ষার্থীদের ওপর হামলা করেন। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে রাবির কয়েকজন শিক্ষার্থী আহত হন। 

এ নিয়ে ২২ অক্টোবর দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন ইন্টার্ন চিকিৎসকরা। সমাবেশে উপস্থিত হয়ে রাবি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে সংসদ সদস্য বাদশা বলেন, ‌‘ময়নাতদন্ত না করে লাশ নিয়ে পালিয়ে গেলেন কেন? তাহলে তো আমরা বলতে পারি, ওই শিক্ষার্থীকে হত্যা করে আপনারা লাশ নিয়ে এসেছিলেন। পরিবারকে হুমকি দিয়ে আপনারা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছেন। আমরা হাসপাতালের পক্ষ থেকে মামলা করেছি। আমরা চাই, কবর থেকে লাশ তুলে ময়নাতদন্ত করা হোক। সেইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানাই।’

পরদিন ২৩ অক্টোবর বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে শিক্ষার্থীদের নিয়ে ‘একপাক্ষিক’ কথা বলায় সংসদ সদস্য বাদশাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তার কুশপুত্তলিকা দাহ করা হয়।

/এএম/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা, হবে ‘কালবৈশাখী’ অনুষ্ঠান
প্রকৌশলীদের গাফিলতির কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদে ধস
রাবির বি ইউনিটের ফল প্রকাশ 
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন