X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সাবেক কমিশনারসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন

রাজশাহী প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২২, ১৮:৫৩আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৮:৫৮

পুলিশি নির্যাতনে স্বামী নিহতের অভিযোগে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সাবেক কমিশনার মো. শামসুদ্দিনসহ পুলিশের ৯ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন মর্জিনা রহমান (৫০) নামে এক নারী। 

ঘটনার প্রায় আট বছর পর বুধবার (১৬ নভেম্বর) মহানগর দায়রা জজ আদালতে এই আবেদন করেন তিনি। মর্জিনার বাড়ি রাজশাহী নগরের বোয়ালিয়া থানার উপশহর এলাকায়। তার স্বামী আইনুর রহমান মুক্তা তৎকালীন রাজশাহী মহানগরের ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

মামলার আবেদনে সাবেক কমিশনার ছাড়াও বোয়ালিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার, নগর পুলিশ গোয়েন্দা শাখার (ডিবি) তৎকালীন পরিদর্শক আশিকুর রহমান ও বোয়ালিয়া থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলামকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত চার থেকে পাঁচ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাবেক পুলিশ কমিশনার শামসুদ্দিন ২০২০ সালের শেষের দিকে অবসরে গেছেন। অন্যদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোসাব্বিরুল ইসলাম বলেন, ‌‘আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। এরপর পর্যালোচনা করে একটা আদেশ দেবেন। এখনও মামলা আমলে নেওয়া বা আদেশ দেওয়া সম্পর্কে আদালত কিছু বলেননি।’

মামলার আবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের ১ জানুয়ারি মর্জিনা রহমানের স্বামী আইনুর রহমানের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি মামলা করে পুলিশ। ওই মামলায় ২৭ জানুয়ারি আইনুরকে উপশহর থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। সেদিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষ গুরুতর আহত আইনুরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ সদস্যরা স্বজনদের কাছে লাশ হস্তান্তর করলেও দাফন না হওয়া পর্যন্ত তারা পাহারায় ছিলেন।

বাদীর আইনজীবী মাইনুল আহসান বলেন, ‘মর্জিনার স্বামীর বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা হয়েছিল। সেই মামলায় গ্রেফতারের পর তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করছেন। এ জন্য হেফাজতে মৃত্যুর আইনে বাদী আদালতে মামলার আবেদন করেছেন।’

তিনি আরও বলেন, ‘বাদী এসে মামলা দিয়েছেন, আমি আইনজীবী হিসেবে আদালতে জমা দিয়েছি। এছাড়া তথ্য-উপাত্ত খোঁজ করতে দেরি হয়েছে বলে আরজিতে বলা হয়েছে। এখন আদালতের ব্যাপার। তবে এ বিষয়ে আদালত এখনো কোনও আদেশ দেননি।’

মামলার আইনজীবী সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের অ্যাডভোকেট মাহফুজার রহমান ইলিয়াস বলেন, ‘সে সময়ে প্রকাশিত খবর, সাক্ষীদের সাক্ষ্য ও বিবরণে এটাই প্রমাণিত হয়, আইনুরকে পুলিশ সদস্যরা নির্যাতন করে হত্যা করেছেন। বিচারক বিষয়টি ভালোভাবে আমলে নেবেন এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন বলে আশা করছি।’

মামলার আবেদনের সময়ে আদালতে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং রাজশাহী বারের আইনজীবীরা। উপস্থিত নেতৃবৃন্দ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

/এসএইচ/
সম্পর্কিত
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
শাসন করতে গিয়ে ছুরির আঘাতে মেয়ের মৃত্যু, গ্রেফতার বাবা
সর্বশেষ খবর
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা