X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

একসঙ্গে ৬০১ মামলার নথি গায়েব, এক বছরেও উদ্ধার হয়নি

রাজশাহী প্রতিনিধি
১১ মার্চ ২০২৩, ২১:৪৮আপডেট : ১১ মার্চ ২০২৩, ২১:৪৮

রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারাধীন ৬০১টি মামলার নথি গায়েব হয়েছে গত বছরের ২৪ মার্চ। ঘটনার ‍দুদিন ২৬ মার্চ কাশিয়াডাঙ্গা থানায় মামলা করা হয়েছিল। কিন্তু এক বছরেও এসব নথি উদ্ধার করা যায়নি। এতে মামলাগুলো পরিচালনায় সমস্যায় পড়তে হচ্ছে।

আদালত সূত্র জানায়, রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলির সহযোগী মুহুরি হোসেন আলীর বাড়ি থেকে এসব নথি গায়েব হয়েছে। এ ঘটনায় নগরীর কাশিয়াডাঙ্গা থানায় বাদী হয়ে মামলা করেন মুহুরি হোসেন আলী। রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর রাষ্ট্রপক্ষের তিন সহকারী কৌঁসুলির (এপিপি) গাফিলতির কারণে এমন ঘটনা ঘটেছে। ঘটনা তদন্তে গত ১ মার্চ চার সদস্যের তদন্ত কমিটি করেন মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান। এরই মধ্যে তদন্ত প্রতিবেদন দিলেও সেখানে কী আছে, তা জানাননি আনিসুর। 

গায়েব হওয়া নথিগুলোর মধ্যে মোহনপুর থানার ৭০টি, বাঘার ৪২টি, দুর্গাপুরের ৬০টি, বাগমারার ৮১টি, পুঠিয়ার ৭২টি, তানোরের ১১২টি, চারঘাটের ৮৩টি ও গোদাগাড়ী থানার ৮১টি। এর মধ্যে নিষ্পত্তি হওয়া ১৮১টি মামলার গুরুত্বপূর্ণ নথিও আছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আদালত-৪-এর এপিপি জালাল উদ্দিন, বজলুর রহমান ও সোহেল আক্তার ডানার কাছে বিচারকাজ পরিচালনার জন্য এসব নথি সরবরাহ করেছিল পুলিশ। ওই আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের কাছে বিচারাধীন ছিল এসব মামলা। এসব মামলার ৬০১টি নথি নগরীর রায়পাড়ার বাসিন্দা মুহুরি হোসেন আলীর কাছে জমা রাখেন তিন এপিপি। নথিগুলো বাড়ির নিচতলার সিঁড়িঘরে রাখেন হোসেন আলী। গত বছরের ২৪ মার্চ রাতে নথিগুলো চুরি হয়। ঘটনার দুদিন পর ২৬ মার্চ কাশিয়াডাঙ্গা থানায় মামলা করেন হোসেন আলী।

মামলার এজাহারে হোসেন আলী উল্লেখ করেন, আদালত-৪-এর এপিপিদের সহযোগী হিসেবে কাজ করেন হোসেন আলী। এ সুবাদে জেলার মোহনপুর, বাঘা, দুর্গাপুর, বাগমারা, পুঠিয়া, তানোর, চারঘাট ও গোদাগাড়ী উপজেলার ৬০১টি মামলার সিডি কেস ডায়েরি তার কাছে রাখেন তিন জন এপিপি। নথিগুলো তার বাসার সিঁড়িঘরে তালাবদ্ধ অবস্থায় রেখে ঘুমিয়ে পড়েন। ভোরবেলা উঠে দেখেন বাইরে ঘরের দরজা আটকানো। পরে তিনি আশপাশের লোকদের ডেকে ছিটকিনি খুলে দেখেন অজ্ঞাত চোরেরা সিঁড়িঘরের তালা ভেঙে পাঁচ হাজার টাকা মূল্যের ৬০১টি মামলার সিডি (কেস ডায়েরি), দুই হাজার টাকা মূল্যের সিডি রাখার লোহার সেলফ ও পাঁচ হাজার টাকা মূল্যের বাইসাইকেল চুরি করে নিয়ে যায়।

নথিগুলো গায়েব হওয়ার কথা স্বীকার করে মুহুরি হোসেন আলী বলেন, ‘নথিগুলো রাখার জায়গা দিতে পারেননি আদালত। তাই আমার বাসায় রাখতে দেন এপিপিরা। বাসায় নির্মাণকাজ চলছিল। প্রায় চার মাস বাসার সিঁড়িঘরে রাখা ছিল। চোরেরা কেন যে এসব চুরি করলো, বুঝতে পারছি না। এগুলোর বেশিরভাগই মাদক ও ব্যবসা সংক্রান্ত মামলার নথি। কিছু মামলা আছে মারামারি ও চুরির।’ 

নথিগুলো চুরি হলেও কোনও সমস্যা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এগুলো এপিপিদের নথি। এগুলো দেখে আদালত বিচার করেন না। আদালতে আলাদা নথি আছে। সেটা দেখেই বিচারক বিচার করেন।’

এদিকে, নথি গায়েব হওয়ায় মামলাগুলো পরিচালনায় সমস্যায় পড়তে হচ্ছে জানিয়ে নিজের দায় স্বীকার করেছেন আদালত-৪-এর রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি জালাল উদ্দিন। তিনি বলেন, ‘নথি রাখার জন্য কোনও ব্যবস্থা নেই। দেখা যাচ্ছে, আমরা যে রেকর্ডগুলো নিই, বিচারিক কাজে সহযোগিতার জন্যই নিই। এখন দুর্ভাগ্যবশত চুরি হয়ে গেছে।’

এতদিনে নথিগুলো উদ্ধার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী। তিনি বলেন, ‘মামলা চলাকালীন তদন্তকারী কর্মকর্তা এই নোট বই তৈরি করেন। এগুলো চুরি হলে সমস্যা। এমন গুরুত্বপূর্ণ নথি এতদিনেও উদ্ধার না হওয়া উদ্বেগজনক।’ 

এ ব্যাপারে মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান বলেন, ‘নথি গায়েবের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কাশিয়াডাঙ্গা জোনের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষণকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছে। তবে এখনও নথিগুলো ‍উদ্ধার করা সম্ভব হয়নি।’

কাশিয়াডাঙ্গা থানার ওসি মশিউর রহমান বলেন, ‘তদন্ত কমিটি অনেক আগেই প্রতিবেদন জমা দিয়েছে। তবে সেখানে কী উল্লেখ করা হয়েছে, কিংবা কাদের দোষারোপ করা হয়েছে, তা আমার জানা নেই।’

/এএম/
সম্পর্কিত
শ্যালিকার সঙ্গে ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’, স্ত্রী-কন্যার হাতে বৃদ্ধ খুন
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
সারা দেশে গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে রিট
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী