X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ মে ২০২৩, ১৭:১৪আপডেট : ১৪ মে ২০২৩, ১৭:১৪

সিরাজগঞ্জের কামারখন্দে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছে স্বামী। শনিবার (১৩ মে) দিবাগত রাতের কোনও একসময় উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চৌবাড়ি গ্রামের সবের মোল্লার ছেলে শফিকুল ইসলাম (২১) ও তার স্ত্রী বেলকুচি উপজেলার তামাই কুঠিপাড়া গ্রামের নুরু শেখের মেয়ে নূরী খাতুন (১৯)।

স্থানীয়রা জানান, রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতেন শফিকুল। এর আগে দুটি বিয়ে করলেও ছাড়াছাড়ি হয়ে গেছে। নূরী ছিলেন তৃতীয় স্ত্রী। তাদের মাঝে পারিবারিক কলহ ছিল।

শফিকুলের বাবা সবের মোল্লা বলেন, সকাল সাড়ে ৯টার দিকে তারা ঘুম থেকে না উঠলে দরজায় ডাকতে থাকি। তখন সাড়াশব্দ না পেয়ে জানালা কেটে দেখি ছেলে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে ছেলে আর তার বউ মেঝেতে পড়ে আছে। পরে ঘরের দরজা কাঁচি দিয়ে কেটে ছেলের লাশ নিচে নামাই। তখন স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়।

নূরী খাতুনের মা ফরিদা বেগম বলেন, ১৩ মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকজন নানাভাবে নির্যাতন করে। একপর্যায়ে পরিবার থেকে মেয়ে ও জামাই আলাদা হয়ে যায়। কয়েকদিন আগে শ্বশুরের সঙ্গে বাগবিতণ্ডা হওয়ায় মেয়ে ও জামাই আমাদের বাড়িতে চলে আসে। পরে তাদের অনেক বোঝানোর পর তারা শুক্রবার সন্ধ্যায় জামাইয়ের বাড়ি চলে যায়। আমার মেয়েকে হত্যা করা হয়েছে।

কামারখন্দ থানার ওসি নুরনবী প্রধান জানান, কলহের জেরে শফিকুল তার স্ত্রী নূরীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, থানা পুলিশের পাশাপাশি ডিবি ও সিআইডি বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত শেষ হলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী
কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী
বিশ্বকাপ ফিরছে ব্রাজিলে
বিশ্বকাপ ফিরছে ব্রাজিলে
৮১তম জন্মদিনে একক বক্তৃতা দেবেন মেনন
৮১তম জন্মদিনে একক বক্তৃতা দেবেন মেনন
শরীফার গল্প ফেরাতে প্রতিবাদ করবে উদীচী
শরীফার গল্প ফেরাতে প্রতিবাদ করবে উদীচী
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক