X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বরখাস্ত দুই শিক্ষকের বিরুদ্ধে অধ্যক্ষের মাথায় পিস্তল ঠেকানোর অভিযোগ

বগুড়া প্রতিনিধি
০৯ জুলাই ২০২৩, ২৩:১২আপডেট : ০৯ জুলাই ২০২৩, ২৩:১৩

বগুড়ার শিবগঞ্জে বরখাস্ত হওয়া দুই শিক্ষকের বিরুদ্ধে কলেজের অধ্যক্ষ আবদুল বারীর মাথায় পিস্তল ঠেকিয়ে শিক্ষক হাজিরা খাতায় নাম লিখতে ও বেতন শিটে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। যাওয়ার সময় তারা অধ্যক্ষকে মারধর করে কলেজের গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছেন।

রবিবার (০৯ জুলাই) সকালে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মোশারফ মন্ডল কলেজে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে অধ্যক্ষ সন্ধ্যায় শিবগঞ্জ থানায় দুই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। 

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, ‘অধ্যক্ষ আবদুল বারীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযুক্ত দুই শিক্ষক হলেন মোশারফ হোসেন মন্ডল কলেজের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক প্রভাষক মাহমুদুল হাসান ও আইসিটি বিভাগের সাবেক প্রভাষক মামুনুর রশিদ। একাধিকবার কল দিয়ে মোবাইল নম্বর বন্ধ পাওয়ায় দুই শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, মোশারফ হোসেন মন্ডল কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মাহমুদুল হাসানকে ২০১৯ সালের মে মাসে অনুষ্ঠিত আপিল ও আরবিট্রেশন কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়। এ ছাড়া আইসিটি বিভাগের সাবেক প্রভাষক মামুনুর রশিদকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত না হওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়। 

এ নিয়ে দুই প্রভাষকের সঙ্গে অধ্যক্ষ আবদুল বারীর বিরোধ সৃষ্টি হয়। বরখাস্ত হওয়ার জন্য অধ্যক্ষকে দায়ী করে একের পর এক মামলা দিয়ে হয়রানি করেন। এর জেরে রবিবার সকাল ১০টার দিকে মাহমুদুল হাসান ও মামুনুর রশিদ তাদের লোকজন নিয়ে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন। এ সময় অধ্যক্ষের মাথায় পিস্তল ঠেকিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে শিক্ষক হাজিরা খাতায় নাম লিখতে এবং বেতন শিটে স্বাক্ষর করতে বলেন মাহমুদুল হাসান। অধ্যক্ষ স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে তারা বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তারা কলেজের গুরুত্বপূর্ণ কাজগপত্র ও মোবাইল ফোন নিয়ে চলে যান।

এ প্রসঙ্গে অধ্যক্ষ আবদুল বারী বলেন, ‘মাহমুদুল হাসানকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মামুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়। এর জের ধরে রবিবার সকালে কলেজে এসে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যান তারা। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি।’

/এএম/
সম্পর্কিত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দায়িত্বে গাফিলতির কারণে ডুবে গিয়েছিল রজনীগন্ধা ফেরি, ১১ জন বরখাস্ত
যৌন হয়রানির অভিযোগে জবির আরেক শিক্ষক বরখাস্ত
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা