X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘বডিগার্ড’ গ্রেফতারের পর এমপি বললেন, ‘অনেক লোক আমার পেছনে থাকে’

বগুড়া প্রতিনিধি
২৫ জুলাই ২০২৩, ১৯:১৮আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৯:১৮

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুককে গ্রেফতার করেছে (৩৮) গোয়েন্দা পুলিশ। তিনি স্বতন্ত্র এমপি রেজাউল করিম বাবলুর ‘বডিগার্ড’ বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, দুই হাতে হাঁসুয়া নিয়ে গ্রামে চলাফেরা করেন গ্রেফতার নেতা। কোমরে বেল্টের সঙ্গে পুলিশের মতো লাঠি রাখেন। তার বিরুদ্ধে এক ইউপি সদস্য থানায় জিডি করেছেন। অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে তাকে উপজেলার ডোমনপুকুর এলাকা থেকে গ্রেফতার করে। তার হেফাজত থেকে দুটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন দাবি করেন, ওমর ফারুক তার সংগঠনের মাঝিড়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি হলেও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। বাগান পরিষ্কার করে হাঁসুয়া হাতে বাড়ি ফেরার সময় প্রতিপক্ষ ছবি তুলে ফেসবুকে ভাইরাল করেছে।

শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউল হক জুয়েল বলেন, ওমর ফারুক বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর বডিগার্ড। আমরা কোনও সন্ত্রাসীকে দলে আশ্রয় বা প্রশ্রয় দেই না। ওমর ফারুকের ব্যক্তিগত বিষয় দলীয় হিসেবে নেওয়া যাবে না।

মাঝিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মজিবর রহমান দাবি করেন, ওমর ফারুক বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর দেওয়ানপাড়ার মৃত আবদুর রশিদের ছেলে। তিনি স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর বডিগার্ড। কোমরে পুলিশের মতো লাঠি নিয়ে চলাফেরা করেন। দুই হাতে হাঁসুয়া নিয়ে এলাকায় মহড়া দেন। এমপি এলাকায় এলে তার সব অনুষ্ঠানে পাশে থাকেন। এমপির পক্ষে যেকোনও কাজ করেন।

মজিবর রহমানের দাবি, ফারুক কয়েকদিন আগে ক্ষুদ্রকুষ্টিয়া পশ্চিমপাড়ার রশিদা বেগমের জমি থেকে গাছ কেটে ফেলেন। ওই নারী শাজাহানপুর থানায় অভিযোগ এবং আমাকে (মেম্বর) সাক্ষী করেন। সাক্ষ্য না দিতে হত্যার হুমকি দেয়। এ ছাড়া আমার পোলট্রি ও ডেইরি ফার্মের ক্ষতি করার জন্য দা হাতে মহড়া দেয়। এ ছবি ফেসবুকে ভাইরাল হওয়ায় ক্ষতি করার হুমকি দেন। এ ছাড়া ফেসবুকে ছবিদাতাকে ধরিয়ে দিতে পারলে এক হাজার টাকা পুরস্কারের ঘোষণাও দেন। বাধ্য হয়ে তিনি সোমবার রাতে থানায় অভিযোগ দেন।

এই বিষয়ে জানতে সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর মোবাইল ফোন নম্বরে কল দিলেও না ধরায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে
তিনি অন্য গণমাধ্যমকে বলেছেন, মাঝিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ওমর ফারুক তার বডিগার্ড নন। এমন অনেক মানুষ তার পেছনে থাকেন।

বগুড়া ডিবি পুলিশের এসআই আরিফ জানান, ফারুক এলাকায় হাঁসুয়া হাতে মহড়া দিচ্ছেন এমন খবর পেয়ে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ করলে তিনি একই এলাকায় তার বোনের বাড়ি থেকে
দুটি হাঁসুয়া বের করে দেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।

জানা গেছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনটি শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দেয়। বিএনপি প্রার্থী নির্বাচন করতে ব্যর্থ হন। তখন আওয়ামী লীগ নেতা মরহুম আজম খানের স্ত্রীকে স্বতন্ত্রের ব্যানারে নৌকার প্রার্থী করা হয়। তখন নৌকা ঠেকাতে বিএনপি ও জামায়াতের ভোটাররা স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার রেজাউল করিম বাবলু ওরফে গোলবাগীকে ভোট দেন। এতে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন।

নির্বাচিত হওয়ার পর এমপি বাবলুর বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ ওঠে। হলফনামায় মাসিক আয় ৪১৭ টাকা উল্লেখ করা হলেও কয়েকদিনের মধ্যে মূল্যবান গাড়ি কেনেন। আগ্নেয়াস্ত্র কিনতে গিয়ে তা প্রদর্শন করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে ব্যাপক আলোচনার সৃষ্টি করেন।

/এফআর/
সম্পর্কিত
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
অটোরিকশাচালককে হত্যার পর বস্তায় ভরে খালে ফেলে দিয়েছিল তারা: পুলিশ
সর্বশেষ খবর
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র