X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সাজার পর কৃষকলীগ নেতাকে ‘বহিষ্কার’

বগুড়া প্রতিনিধি
০১ আগস্ট ২০২৩, ২০:১৬আপডেট : ০১ আগস্ট ২০২৩, ২০:১৬

মাদক মামলায় পাঁচ বছর সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে থাকায় বগুড়ার ধুনট উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ হিমেলকে কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যায় উপজেলা কৃষকলীগের সভাপতি সাচ্চু মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানান। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ফারুক আহমেদ হিমেল ধুনট পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সভাপতি হেলাল হোসেনের ছেলে। গত ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তার বিরুদ্ধে মাদক আইনে চারটি মামলা হয়। কয়েকবার গ্রেফতার হয়ে হাজতভোগ করেন। ২০২১ সালের ১৬ মার্চ তিনি ধুনট উপজেলা কৃষকলীগের আহবায়কের পদ বাগিয়ে নেন। পরের বছর ১২ মার্চ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হন। ২০১৫ সালের ৩ জুন বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়।

প্রায় ছয় মাস আগে তার অনুপস্থিতিতে আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তিনি গত ১৭ জুলাই আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক কৃষক তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠান। এরপর থেকে তিনি বগুড়া জেলে রয়েছেন।

এদিকে ২৯ জুলাই জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক স্বাক্ষরিত চিঠিতে বিভিন্ন অপকর্মের দায়ে ফারুক আহমেদ হিমেলকে কমিটি থেকে বহিষ্কার করেন।

তবে মঙ্গলবার সন্ধ্যায় আলমগীর বাদশা মাদক মামলায় সাজাপ্রাপ্ত ফারুককে কমিটি থেকে বহিষ্কারের কথা অস্বীকার করেন। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী এখন কাউকে দল থেকে সরিয়ে দিতে চাচ্ছেন না। আমরা পরে তার বিরুদ্ধে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবো।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৪ তৃণমূল নেতাকে বহিষ্কার বিএনপির
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
নিপীড়ক শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবি ভুক্তভোগীর
সর্বশেষ খবর
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
১০ মাসে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স
১০ মাসে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
টেকনাফে অপহরণের শিকার একই পরিবারের ৩ জনকে উদ্ধার
টেকনাফে অপহরণের শিকার একই পরিবারের ৩ জনকে উদ্ধার
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে