X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বগুড়ায় এমপির গাড়িকে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য রক্ষা

বগুড়া প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৪, ২০:৪৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ২০:৪৯

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জাপার সংসদ সদস্য ও প্রার্থী নুরুল ইসলাম তালুকদার অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে সংসদ সদস্যের জিপে ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পান।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকালে দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকচালক মন্টু সরদারকে (৪৫) আটক করে থানায় এনেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, কেউ মামলা করলে ট্রাকচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএ) এস এম সাহিদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের বাসভবন থেকে জিপে করে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের দিকে যাচ্ছিলেন।

তাকে বহনকারী গাড়িটি দুপচাঁচিয়ার সিও অফিস বাসস্ট্যান্ড মোড়ে পৌঁছালে বগুড়াগামী মালবোঝাই ট্রাকের চালক মন্টু সরদার নিয়ন্ত্রণ হারিয়ে সংসদ সদস্যের গাড়িকে ধাক্কা দেদিয়ে দূরে টেনে নিয়ে যান। এ সময় ট্রাক বন্ধ হয়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান সংসদ সদস্য। এতে নুরুল ইসলাম মাথায় আঘাত পান ও তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

পরে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মাথায় সিটি স্ক্যানের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ সময় জনগণ ট্রাকের চালক দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের লাফাপাড়ার মৃত ইব্রাহিম সরদারের ছেলে মন্টু সরদারকে আটক করে পুলিশে দেয়।

এ বিষয়ে দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) বকুল হোসেন জানান, প্রাথমিক তদন্তে এটাকে দুর্ঘটনা মনে হচ্ছে। চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এরপরও মামলা দিলে তদন্ত সাপেক্ষে ট্রাকচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকটি স্থানীয় পৌর কাউন্সিলর মহিদুলের জিম্মায় রাখা হয়েছে।

/এনএআর/
সম্পর্কিত
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস