X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

চালের মূল্য বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা দায়ী: খাদ্যমন্ত্রী

বগুড়া প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৯

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘এ ভরা মৌসুমে চালের মূল্য বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই। এরপরও দাম বৃদ্ধি পাচ্ছে। এ জন্য মিল মালিক, আড়তদার, পাইকারি ও খুচরা বিক্রেতা একে অপরকে দোষারোপ করলেও মূলত সবাই দায়ী।’

রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাল ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ‘শিয়ালের চেয়ে ধূর্ত’ আখ্যায়িত করে মন্ত্রী বলেন, ‘আপনারা ভোক্তাদের কথা ভেবে চালের বাজার স্বাভাবিক রাখুন। এ জন্য নতুন আইন হচ্ছে। ২-১ সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদে পাস হওয়ার পর আইনটি কার্যকর হবে। তখন শুধু জরিমানা নয়; জড়িতদের জেলেও যেতে হতে পারে।’

জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, খাদ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, ডিসি (ফুড) কাজী সাইফুদ্দিন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন জিহাদী, চাল ব্যবসায়ী আবুল কালাম আজাদ, আমিনুল হক, ফরিদ আহম্মেদ মোল্লা, গোলাম কিবরিয়া, ইঞ্জিনিয়ার কেতাউর রহমান, আবদুস সবুর খান, আবদুল হান্নান প্রমুখ।

ধান-চাল ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্য শোনার পর খাদ্যমন্ত্রী চালের মূল্য বৃদ্ধির জন্য বগুড়ার খাদ্য বিভাগের কর্মকর্তাদের কর্মকাণ্ডের নিন্দা জানান।

তিনি উপস্থিত ডিসি ফুডকে বলেন, ‘ইন্সপেক্টর ও অন্য কর্মকর্তারা নিয়মিত বাজার পরিদর্শন করেন না। সরকারি নির্দেশ পাওয়ার আগে মাঠে নামেননি। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে চালের বাজার অস্থিতিশীল হতো না।‘ এ ব্যাপারে আগামী সাত দিনের মধ্যে অবহিত করতে ডিসি ফুডকে নির্দেশ দেন মন্ত্রী।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এবারের নির্বাচনি ইশতেহারে খাদ্যদ্রব্যের মূল্য না বাড়ানোর কথা বলা হয়েছে। আর এটি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দায়িত্ব নেওয়ার পরপরই আমাদের নির্দেশনা দিয়ে মাঠে নামিয়েছেন। শপথ নেওয়ার পর দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু করা হয়েছে। তার এ অভিযান অব্যাহত থাকবে।’

চালকল মালিকদের বিরুদ্ধে করপোরেট প্রতিষ্ঠানগুলোকে আগ্রাসী ব্যবসার সুযোগ প্রদানের অভিযোগ করে মন্ত্রী বলেন, ‘আপনারা যখন ক্ষতিগ্রস্ত হন তখন মিলগুলো করপোরেট প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন। পাশাপাশি নিজেরা চাল উৎপাদন করে তা করপোরেট প্রতিষ্ঠানের কাছে বিক্রির সময় তাদের চাহিদামতো বস্তার গায়ে প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেশি উল্লেখ করেন। এ ছাড়া আমাদের কাছে খবর আছে, আড়তদার ও মিল মালিকরা নির্ধারিত গুদামের বাইরে বিভিন্ন এলাকায় গুদাম ভাড়া নিয়ে সেখানে গোপনে ধান মজুত করছেন। এসব এলাকাতেও অভিযান চলবে।’

মন্ত্রী আরও বলেন, ‘আপনারা চাল সরু করার নামে পলিশ করে ১৬ থেকে ২০ লাখ মেট্রিক টন চাল বাতাসে উড়িয়ে দেন। এতে ৪-৫ শতাংশ চাল কমে যায়। এতে ব্যবসায়ীদের ক্ষতি হয় না; তারা দাম বাড়িয়ে ভোক্তাদের কাছে আদায় করেন। তাই ভোক্তাদের ভালো না বাসলে অন্য পেশার মানুষও আপনাদের ঠকাবে।’

দ্রব্যমূল্যের দাম কমানোর দাবি জানিয়ে তিনি বলেন, প্রতি উপজেলায় দুজন করে ইন্সপেক্টর আছেন। তারা ১৫ দিন পর পর বাজার পরিদর্শন করবেন। আর খাদ্য বিভাগকে এ ব্যাপারে ক্লোজ মনিটরিং করতে হবে।’ ডাকার পরও যেসব ধান-চাল ব্যবসায়ী এ সভায় উপস্থিত হননি তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রয়োজনে স্পেশাল পাওয়ার অ্যাক্টে মামলা দিতে পুলিশ সুপারকে নির্দেশ দেন মন্ত্রী।

সভায় কয়েক জন চালকল মালিক দাবি করেন, ‘এ ব্যবসা করতে গিয়ে তারা ক্ষতিগ্রস্ত ও নানা জটিল রোগে আক্রান্ত হয়েছেন।’ জবাবে মন্ত্রী বলেন, ‘ধান-চালের ব্যবসা করতে গিয়ে আপনারা ক্ষতিগ্রস্ত হননি। বরং ব্যবসার নামে ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছেন। ওই টাকা ব্যবসায় বিনিয়োগ না করে ঢাকায় ফ্ল্যাট ও এলাকায় একাধিক গাড়ি-বাড়ি করেছেন। আর এ কারণেই আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
বস্তায় লিখতে হবে চালের জাত ও দাম: কতটা প্রস্তুত ব্যবসায়ীরা?
বিদ্যুতের দাম বাড়লেও কৃষকের ওপর প্রভাব পড়বে না: খাদ্যমন্ত্রী
রোজায় ৫০ লাখ পরিবারকে চাল দেওয়া হবে: খাদ্যমন্ত্রী
সর্বশেষ খবর
চোরাবালিতে ডুবে যাওয়া কিশোরকে জীবিত উদ্ধার
চোরাবালিতে ডুবে যাওয়া কিশোরকে জীবিত উদ্ধার
রাসায়নিক দিয়ে পাকানো ৪০০ কেজি আম জব্দ
রাসায়নিক দিয়ে পাকানো ৪০০ কেজি আম জব্দ
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই