X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত

বগুড়া প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৪, ০০:৫০আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০০:৫০

বগুড়ায় দুর্বৃত্তের ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের সুলতানগঞ্জপাড়ার ঘোনপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই আবদুর রশিদ (৩৭) ও কনস্টেবল মাহবুব হোসেন (৪০)। আবদুর রশিদ মুখে এবং মাহবুব হোসেন হাত ও
পায়ে আঘাত পেয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আবদুল আজিজ নামে এক ব্যক্তি শহরের ঘোনপাড়ায় মৃত আবদুল খালেকের বাড়িতে ভাড়া থাকেন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে একই এলাকার মোহাম্মদের ছেলে খোকন, হেলালের ছেলে তারেক, তাদের সহযোগী সিহাব, কবির ও উটের মোড়ের পারভেজ ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় বাড়ির জানালা খোলা থাকায় তার সঙ্গে ধাক্কা লেগে আঘাত পান খোকন। জানালা নিয়ে আবদুল আজিজের স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডা হয় তার। 

এতে ক্ষুব্ধ হয়ে আবদুল আজিজের বাড়িতে ঢুকে ভাঙচুর ও তার স্ত্রীকে বেধড়ক মারধর করেন খোকন ও তার সহযোগীরা। হামলার শিকার পরিবারের সদস্যরা বিষয়টি বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহ মো. মেহেদী হাসান হিমুকে জানান। খবর পেয়ে রাত ৮টার দিকে এএসআই আবদুর রশিদ ও কনস্টেবল মাহবুব হোসেন সাদা পোশাকে মোটরসাইকেল নিয়ে ওই বাড়িতে যান। তখন খোকন, তারেক ও অন্যরা আশপাশে ছিলেন। পুলিশ সদস্যরা খোকনকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও তার পকেটে কী আছে জানতে চান। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটান। এতে দুই পুলিশ সদস্য আহত হন। আশপাশের লোকজন আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

আহত কনস্টেবল মাহবুব হোসেন বলেন, শহরের ঘোনপাড়ায় একটি বাড়িতে এক নারীকে মারধর করা হচ্ছে। জাতীয় জরুরি সেবার ‘৯৯৯’ নম্বরে খবর পেয়ে রাত ৮টার দিকে এএসআই আবদুর রশিদ ও আমি ঘটনাস্থলে যাই। আমাদের দেখে এক যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। তাকে থামতে বললে ঘুরে দাঁড়িয়ে আমাদের ওপর ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ককটেলটি বিস্ফোরিত হলে আমরা দুজন আহত হই। পরে হাসপাতালে ভর্তি করা হয়। 

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন বলেন, দুর্বৃত্তের ককটেল হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মাহবুবের হাত-পা এবং আবদুর রশিদ মুখে আঘাত পেয়েছেন। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। পাশাপাশি সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এএম/
সম্পর্কিত
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আইপি টিভি চালু করতে চায় ডিএমপি!
সর্বশেষ খবর
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে