X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বগুড়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা খোকার মানবতাবিরোধী অপরাধের তদন্ত

বগুড়া ব্যুরো
১৭ মার্চ ২০১৬, ১৯:৫১আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৯:৫৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল মোমিন তালুকদার খোকার ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের (হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাট) দ্বিতীয় দফা তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্ত দল ১৩ মার্চ থেকে ১৬ মার্চ বিকাল পর্যন্ত আদমদীঘি উপজেলার বধ্যভূমিসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং মুক্তিযোদ্ধা ও ক্ষতিগ্রস্তদের সাক্ষাৎকার নিয়েছেন।
মুক্তিযোদ্ধা সরোয়ার খান ও অন্যরা জানান, ১৯৭১ সালে বিএনপি নেতা খোকার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠে। এ ব্যাপারে ১৯৭২ সালে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। কিন্তু স্থানীয় আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের সঙ্গে সু-সম্পর্কের কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি স্থগিত করে, যা তার (খোকা) এমপি নির্বাচনি হলফনামায় উল্লেখ আছে। ২০১১ সালে সুবিদ আলী ভুঁইয়া নামে এক আওয়ামী লীগ নেতা খোকার বিরুদ্ধে আদালতে মানবতাবিরোধী অপরাধের মামলা করেন। মামলাটি থানা হয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যায়। ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার জেডএম আলতাফুর রহমান গত ১৩ মার্চ দ্বিতীয় দফা আদমদীঘিতে আসেন।
ওই কর্মকর্তার নেতৃত্বে তদন্ত দল বুধবার বিকাল পর্যন্ত আদমদীঘি উপজেলার সুদীন রেলওয়ে ব্রিজ সংলগ্ন বদ্ধভূমি, কাশিমালা, সান্তাহার রথবাড়ী, নিজাম শাহ্র বাড়ি (পাক হানাদারদের অস্ত্রাগার), সড়ক বিভাগের ওয়ার্কশপে অবস্থিত তৎকালীন পাক-সেনা ও রাজাকারদের ক্যাম্প, উপজেলা সদরের খাড়ির ব্রিজের শ্মশানঘাঁটি, জিনইর, কোমরপুর, চকসোনা, শালগ্রাম ও কাঞ্চনপুর পরিদর্শন করেন। তারা বিএনপি নেতা খোকার ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহ করেন। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবার ও মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন।

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্ত দল আসার সত্যতা নিশ্চিত করলে তারা কার বিরুদ্ধে তদন্ত করেছেন তা জানাতে পারেননি। আদমদীঘি থানার ওসি শওকত কবির জানান, তদন্ত দল বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি আবদুল মোমিন তালুকদার খোকার মানবতাবিরোধী অপরাধের বিষয়টি তদন্ত করেছেন। এই টিম কিছুদিন আগেও এ উপজেলায় এসেছিল।

এ ব্যাপারে বিএনপি নেতা খোকা জানান, যুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র সাড়ে ১৭ বছর। তিনি কোনও মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন না। স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা তাকে রাজনৈতিকভাবে হেয় করতেই এসব করাচ্ছে। দুই দফা তদন্ত করলেও টিম তার বিরুদ্ধে কোনও তথ্য পায়নি।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে
যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ