X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য দিলেন উপজেলা জামায়াতের আমির

বগুড়া প্রতিনিধি
১৭ মার্চ ২০১৬, ২১:১১আপডেট : ১৭ মার্চ ২০১৬, ২১:১৮

বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য দিলেন উপজেলা জামায়াতের আমির বগুড়ার ধুনটে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে বৃহস্পতিবার সকালে শহীদ মিনারে দাঁড়িয়ে অতিথির বক্তব্য দিয়েছেন উপজেলা জামায়াত আমির রেজাউল করিম বাচ্চু। এতে ক্ষুদ্ধ হয়ে সভাস্থল ত্যাগ করেন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী।
অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-৫ আসনে সরকার দলীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান জানান, জামায়াত নেতা রেজাউল করিম বাচ্চুকে ভাইস চেয়ারম্যান হিসেবে দাওয়াত দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তিনিও কষ্ট পেয়েছেন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিবস উপলক্ষে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার সকালে শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান প্রধান অতিথি ছিলেন। অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই খোকন, সহ-সভাপতি গোলাম সোবাহান, যুগ্ম সম্পাদক মহসীন আলম প্রমুখ। সভা চলাকালে সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে প্রথম সারিতে বসেছিলেন উপজেলা জামায়াতের আমির রেজাউল করিম বাচ্চু। তিনি অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে ক্ষুদ্ধ হয়ে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সভা ছেড়ে চলে যান। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, দলীয় নেতাকর্মী ও এমপি থাকার পরও বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে জামায়াত নেতা বক্তব্য দেওয়ায় তারা খুব কষ্ট পেয়েছেন।




উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে রেজাউল করিম বাচ্চু সরকারি অনুষ্ঠানগুলোতে অংশ নেন। সে হিসেবে হয়তো তিনি অনুষ্ঠানে এসেছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে সংসদ সদস্য প্রথমে জামায়াত নেতাকে না দেখার দাবি করেন। ছবি থাকার কথা বললে তখন তিনি বলেন, এ ঘটনায় আমিও কষ্ট পেয়েছি। উপজেলা প্রশাসন তাকে ভাইস চেয়ারম্যান হিসেবে দাওয়াত করেছিল।

/বিটি/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
দেশকে আমার অনেক কিছু দেওয়ার বাকি: সুমনা
দেশকে আমার অনেক কিছু দেওয়ার বাকি: সুমনা
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!