X
সোমবার, ২৪ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১

মব জাস্টিস আমাদের বোঝানোর চেষ্টা করবেন না: মামুনুল হক

রাজশাহী প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৮

বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের বলতে চাই, মব জাস্টিসের কথা আমাদের বোঝানোর চেষ্টা করবেন না। আমরা ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রাজপথে রক্ত দিয়ে আজ এই পর্যায়ে দাঁড়িয়েছি। আমরা কারও করুণার পাত্র নই। যদি আমাদের করুণার পাত্র মনে করেন, ওপেন চ্যালেঞ্জ ঘোষণা দিলাম। আসুন, আমাদের মোকাবিলা করে দেখুন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলি, এদেশে আমরা ইসলাম নিয়ে বাঁচবো। ইসলামের গৌরব নিয়ে বাঁচবো।’

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী মাদ্রাসা ময়দানে দলটির জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইসলামের বিপক্ষের শক্তিই স্বাধীনতার বিপক্ষের শক্তি উল্লেখ করে তিনি বলেন, ‘২৫০ বছরের ইতিহাস প্রমাণ করে বাংলাদেশ এবং ইসলাম একসূত্রে গাঁথা। যদি দেশে ইসলাম না থাকে, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। যারা ইসলামকে সহ্য করতে পারেন না, তারাই স্বাধীনতার বিপক্ষের শক্তি।’

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বাংলাদেশে বিশৃঙ্খলার চেষ্টা করছেন জানিয়ে মামুনুল হক বলেন, ‘বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের প্রতি যারা পিরিত দেখাও; মনে রেখো এদেশের মানুষ সহনশীল, কিন্তু দুর্বল নয়। শেখ হাসিনার গোড়া যেখানে, তসলিমা নাসরিনের গোড়াও সেখানে। তসলিমা নাসরিন আবার নতুন করে বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে।’

সম্প্রদি দেশে উত্তেজনা সৃষ্টির জন্য শেখ হাসিনাকে দায়ী করে মামুনুল বলেন, ‘শেখ হাসিনা আরেক দেশের কোলে বসে বাংলাদেশের অভ্যন্তরে উসকানি দিয়ে মানুষকে বিপদে ফেললো। নতুন করে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হলো এবং কিছু মানুষের ক্ষয়ক্ষতি হলো। এর জন্য শেখ হাসিনাই দায়ী।’

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার আহ্বায়ক মুফতি মুহাম্মদ আবুল বাশার। এতে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীনসহ অন্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

/এএম/
সম্পর্কিত
স্বাধীনতার ৫০ বছর পরও সন্দ্বীপে কার্যকর যাতায়াত ব্যবস্থা না থাকা লজ্জার: প্রধান উপদেষ্টা
ঐকমত্য কমিশনের সঙ্গে খেলাফতে মজলিসের সংলাপ অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টার চীন সফরদ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি ভারসাম্যের প্রতিও নজর রাখছে ঢাকা
সর্বশেষ খবর
স্ত্রীসহ মির্জা আজমের জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
স্ত্রীসহ মির্জা আজমের জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনের নির্দেশ
টিপু-প্রীতি হত্যার ৩ বছর: বাদীর সাক্ষ্যগ্রহণে আটকে আছে মামলা
টিপু-প্রীতি হত্যার ৩ বছর: বাদীর সাক্ষ্যগ্রহণে আটকে আছে মামলা
স্ত্রীসহ নাবিল গ্রুপের চেয়ারম্যানের জমি জব্দের আদেশ
স্ত্রীসহ নাবিল গ্রুপের চেয়ারম্যানের জমি জব্দের আদেশ
সর্বাধিক পঠিত
দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ব্যাংক বন্ধ হলে আমানতকারী ফেরত পাবেন সর্বোচ্চ ২ লাখ টাকা
ব্যাংক বন্ধ হলে আমানতকারী ফেরত পাবেন সর্বোচ্চ ২ লাখ টাকা
কুড়িগ্রাম থেকে সাঁতরে চাঁদপুর, লক্ষ্য বঙ্গোপসাগর ছোঁয়া
কুড়িগ্রাম থেকে সাঁতরে চাঁদপুর, লক্ষ্য বঙ্গোপসাগর ছোঁয়া
কর্মচারীর বাসায় আত্মগোপনে ছিলেন সাবেক এমপি, ভারতে পালাতে মোটা অঙ্কের চুক্তি
কর্মচারীর বাসায় আত্মগোপনে ছিলেন সাবেক এমপি, ভারতে পালাতে মোটা অঙ্কের চুক্তি
ব্যারিস্টার ফুয়াদ গ্রেফতারের খবর ভুয়া: এবি পার্টির চেয়ারম্যান
ব্যারিস্টার ফুয়াদ গ্রেফতারের খবর ভুয়া: এবি পার্টির চেয়ারম্যান