X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ভ্যানচালকের আত্মহত্যা: ৫০ টাকা হাতে ধরিয়ে বিষ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন সুদখোর মহাজন!

পঞ্চগড় প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৬, ১৪:১৬আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৪:১৬

পঞ্চগড় জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে সুদখোর মহাজনদের চাপে ভ্যানচালক  আব্দুল খালেক (২৫) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে স্বজনরা। বুধবার (২৬ অক্টোবর) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নতুন চাকলার কেকুপাড়া এলাকার আব্দুল খালেক।

পরিবারের লোকজন জানায়, ভান্ডারু গ্রামের সুরুত জামালের কাছ থেকে কয়েক মাস আগে সুদে দুই হাজার টাকা নেন আব্দুল খালেক।  কিন্তু সেই টাকা পরিশোধ করতে না পারায় গত মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে টুনিরহাট বাজারে খালেকের ভ্যানটি স্থানীয় ফজুরের সাহায্যে আটক করেন সুরুত জামাল। ৫০ হাজার টাকা দামের ভ্যানটি তারা ৩৫ হাজার টাকায় বিক্রি করেন। এরপর সেই টাকা থেকে সুরুত জামাল তার ২ হাজার টাকার সুদাসলসহ ১২ হাজার টাকা রেখে বাকি টাকা পাওনাদার ফজুসহ অন্য মহাজনদের ভাগ করে দেন। ভ্যান বিক্রির অবশিষ্ট ৫০ টাকার একটি নোট তারা খালেকের হাতে ধরিয়ে দিয়ে বিষ খাওয়ার পরামর্শ দেন। খালেক বাড়ি ফিরে স্ত্রীকে ঘটনাটি জানান। সুদখোর মহাজনদের লাঞ্ছনা আর অপমান সহ্য করতে না পেরে রাতেই বিষপান করেন আব্দুল খালেক। পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় খালেকের মৃত্যু হয়। আব্দুল খালেক ওই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।  

প্রতিবেশীরা জানায়, আশা ও আরডিআরএস এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে আব্দুল খালেক একটি ব্যাটারিচালিত ভ্যান কিনে সংসার চালাতেন।  পাশাপাশি ঋণের কিস্তিও দিতেন। কিন্তু অভাবের সংসারে সুরুত জামালের কাছ থেকে নেওয়া দুই হাজার টাকা ফেরত দিতে পারেননি।  সুদে সেই টাকা বেড়ে দাঁড়ায় ১২ হাজারে। সুরুত জামাল সুদের টাকা পরিশোধের জন্য নিয়মিত চাপ দিতে থাকেন।

তারা আরও বলেন, নিঃস্ব খালেকের দাফন সম্পন্ন করার মত ক্ষমতাও তার পরিবারের নেই। তাই আমরা প্রতিবেশীরাই রাস্তায় দাঁড়িয়ে সাহায্য তুলে  তার দাফন করেছি।

ওই এলাকায় সফিকুল ইসলাম জানান,সুরুত জামাল উচ্চ হারে সুদ খায়। শতকরা দৈনিক তাকে ১০ টাকা সুদ দিতে হয়। সকালে একশ টাকা নিলে সন্ধ্যায় ১১০ টাকা দিতে হয়।

আব্দুল খালেকের স্ত্রী মহিদা খাতুন বলেন,‘সুদখোর সুরুত জামাল আমার স্বামীর ভ্যানটি বিক্রি করে টাকা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। বাজারের মধ্যে আমার স্বামীকে লাঞ্ছিত করেছে। এই দুঃখে আমার স্বামী আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই।’

আব্দুল খালেকের বাবা হাফিজ উদ্দিন বলেন,‘দুই হাজার টাকার সুদ ১২ হাজার টাকা। সুদখোররা মোর ছোয়াটাক বাঁচিবার দিল না।’

এ ব্যাপারে মহাজন সুরুত জামালের সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ বিষয়ে পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমেদকে জানালে তিনি বিষয়টি দেখবেন বলে সাংবাদিকদের জানান।

অভিযোগ রয়েছে, পঞ্চগড় জেলায় অবাধে চলছে দাদন ব্যবসা। গ্রাম্য ও শহুরে মহাজনদের খপ্পড়ে পড়ে নিঃস্ব হচ্ছে অনেকেই। নিম্ন আয়ের অভাবী মানুষেরা পৈতৃক ভিটেমাটি খুইয়ে সর্বশান্ত হলেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছে না।

আরও পড়ুন:
পার্বত্য এলাকায় স্কুল শিক্ষার্থীরা রাজনৈতিক হাতিয়ার!

/বিটি/

 

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা