X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শনিবার সাঁওতালরা পেলেন আরও ৬৭ বস্তা ধান

গাইবান্ধা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৬, ২০:৪১আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ২০:৪৪

সাঁওতালদের ধান কাটছে চিনিকল কর্তৃপক্ষ গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে সাঁওতালদের রোপন করা ধান কেটে তাদের বুঝিয়ে দিয়েছে চিনিকল কর্তৃপক্ষ। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও চিনিকলের প্রায় একশত শ্রমিক-কর্মচারী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ ধান কাটেন। এসময় তাদের ৬৭ বস্তা বুঝিয়ে দিয়েছে রংপুর চিনিকল কর্তৃপক্ষ।

এর আগে সাঁওতালদের রোপন করা ধান চিনিকল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) থেকে কেটে সাঁওতালদের বুঝে দেওয়া শুরু করে। বৃহস্পতিবার ২৬ বস্তা ও শুক্রবার ৫৬ বস্তা ধান সাঁওতালদের বুঝিয়ে দেন মিল কতৃপক্ষ। এপর্যন্ত ২ মণ বস্তার ওজনের মোট ১৪৯ বস্তা ধান সাঁওতালদের দেওয়া হল।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আওয়াল জানান, মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াই করার পর বস্তাজাত করে সাঁওতালদের দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার প্রায় আড়াই একর, শুক্রবার ৯ একর এবং শনিবার প্রায় ১০ একর জমির ধান কাটা হয়েছে। সরকারি হিসাবে সাঁওতালরা ৪৫ দশমিক ৫০ একর জমিতে ধান চাষ করেছে। এর মধ্যে ৩০ একর জমির ধান কাটার উপযোগী হয়েছে। বাকী জমির ধান কাটার উপযোগী হতে আরও কয়েক দিন সময় লাগবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

তিনি আরও বলেন, ‘শনিবার আনছেন হেমভ্রমের নেতৃত্বে একদল সাঁওতাল প্রতিনিধির কাছে এই ধান বুঝিয়ে দেওয়া হয়।’

প্রতিদিনের মতো শনিবারও সকালে ধান কাটা সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হান্নান, জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন ও রাফিউল আলম, গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, বাংলাদেশ চিনি খাদ্য শিল্প সংস্থার প্রতিনিধিসহ চিনিকলের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া শনিবারও ওই এলাকায় সম্ভাব্য গোলযোগ এড়াতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশও মোতায়েন করা হয়েছিল।

উল্লেখ্য, সাঁওতালরা নিজেরাই ওই জমির ধান কাটতে চেয়েছিল। এজন্য তারা ইক্ষু খামার এলাকা জুড়ে বসানো কাটা তাঁরের বেড়া তুলে ফেলতে এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার দাবি জানিয়েছিল প্রশাসনের কাছে। কিন্তু শেষ পর্যন্ত প্রশাসন ওই ধান কাটতে চিনিকল কর্তৃপক্ষকে সহায়তা করায় বৃহস্পতিবার ধান কাটা নিয়ে প্রথমদিকে সাঁওতালদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ ও উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত তারা ওই ধান মিল কর্তৃপক্ষের কাছ থেকে গ্রহণ করেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ