X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগের মিছিল থেকে এমপি লিটনের বোনের গাড়ি ভাঙচুরের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০১

ছাত্রলীগের মিছিল থেকে এমপি লিটনের বোনের গাড়ি ভাঙচুরের অভিযোগ দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন আফরোজ বারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা শহরের বিএডিসি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে এমপি লিটনের বড় বোন আফরোজ বারী তার মেয়ে জামাই ও নাতিকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে আসেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি স্থানীয় আ.লীগ নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন। সেখান থেকে তিনি পায়ে হেঁটে সুন্দরগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। তখন তার গাড়ি (ঢাকা-মেট্রো-ঘ-১৩-৪২৯৪) নিয়ে মেয়ে জামাই ও নাতি শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় ওই এলাকায় ছাত্রলীগের একটি মিছিল চলছিল। গাড়িটি বিএডিসি অফিসের সামনে পৌঁছালে হঠাৎ করে ছাত্রলীগের মিছিল থেকে গাড়িটিকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। তবে গাড়িতে থাকা মেয়ে জামাই ও নাতির কোনও ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, এমপি লিটন হত্যার পর স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতির সঙ্গে উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন চাওয়া নিয়ে আফরোজা বারীর পারিবারিকভাবে দ্বন্দ্ব চলছিল। এ কারণে স্মৃতির অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা গাড়িতে ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর করে।

এ বিষয়ে আফরোজা বারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তার ছোট বোন তাহমিদা বুলবুল কাকুলী মুঠোফোনে জানান, গাড়ি ভাঙচুরের বিষয়টি তিনি শুনেছেন। তিনি এমপি লিটনের গ্রামের বাড়িতে আছেন। তার বোন আফরোজা বারী সুন্দরগঞ্জ শহরে রয়েছেন। তিনি বাসায় ফিরলে আলোচনার পর থানায় অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। গাড়ি ভাঙচুরকারীদের শনাক্ত করে তাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।

তবে এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছামিউল ইসলাম সামু মোবাইলে জানান, গাড়ি ভাঙচুরের বিষয়ে তিনি কিছু জানেন না। এছাড়া তিনি ঘটনার সময় সুন্দরগঞ্জে ছিলেন না বলে দাবি করেন।

ছাত্রলীগের কেউ এ ঘটনা ঘটিয়েছে কিনা জানতে চাইলে তিনি ফোনের লাইন কেটে দেন।

এদিকে, এ ঘটনার পর সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের অন্য নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

/বিটি/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী