X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কাদের জাতীয় পার্টির কেউ না: এরশাদ

রংপুর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৫

রংপুরে এইচ এম এরশাদ গাইবান্ধা ১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে গ্রেফতার জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খাঁন সম্পর্কে এইচ এম এরশাদ বলেছেন, ‘সে জাতীয় পার্টির কেউ না। তিন বছর ধরে তার সাথে আমার ও দলের কোনও যোগাযোগ নেই।’ বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর পর্যটন মোটেলে দলের রংপুর বিভাগের জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান।

এই মন্তব্যের পর তিনি ডা. কাদের সম্পর্কে আর কোনও কথাই বলতে রাজি হননি। তবে এরশাদ বলেন, ‘এমপি লিটনের আসনের উপনির্বাচনে শামীম পাটোয়ারীকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ভালো মানুষ, টেলিভিশনে টক শোতে ভালো ভালো কথা বলেন। ব্যারিস্টার মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন। তাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আশা করি ওই আসনে তিনি জয়ী হবেন।’

তবে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এরশাদের উপস্থিতিতেই সাংবাদিকদের বলেন, ‘কর্নেল আবদুল কাদের এক সময় জাতীয় পার্টির এমপি ছিলেন। দলের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিন বছর ধরে দলের সঙ্গে তার কোনও যোগাযোগ নেই, সম্পর্ক নেই। তিনি এখন আর দলের কেউ নন।’

রুহুল আমিন আরও বলেন, ‘আমাদের সাথে যখন দল করতেন তখন তাকে ভালোই দেখেছি। এমপি লিটন হত্যা মামলার এখন তদন্ত চলছে। বিষয়টি পুলিশ তদন্ত করে প্রতিবেদন দেবে। তারা কী রির্পোট দেয় আমরা দেখবো। তখন বিস্তারিত জানতে পারবো। এখন আগাম কিছুই বলা যাবে না।’

এর আগে পর্যটন মোটেলে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের মহাসচিব রুহুল আমিন হওলাদারসহ অন্য নেতারা।

/এফএস/

আরও পড়ুন- 


‘ফের এমপি হওয়া লোভ থেকেই লিটনকে হত্যার পরিকল্পনা করেন কাদের’

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়ক সম্প্রসারণকাজে ৩৪৩ গাছের মৃত্যু, জনমনে ক্ষোভ
সড়ক সম্প্রসারণকাজে ৩৪৩ গাছের মৃত্যু, জনমনে ক্ষোভ
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস