X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সম্পদের মিথ্যা তথ্য দিয়ে নির্বাচনে অংশ নেন কাদের খাঁন!

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা
০১ মার্চ ২০১৭, ১৮:৪৩আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৮:৪৪

গ্রেফতার হওয়ার সময় ডা. কাদের খাঁন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আপাতত তিনি কারাগারে। তবে একই আসনের সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খাঁনের বিরুদ্ধে অভিযোগ আছে আরও। হলফনামায় সম্পদের মিথ্যা তথ্য দিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার প্রত্যন্ত পশ্চিম ছাপরহাটি অঞ্চলে প্রায় ৪ বিঘা জমির ওপর বিলাসবহুল দোতলা বাড়ি রয়েছে জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান কাদের খাঁনের। বাড়ির সামনে বিশাল তিনটি পুকুর। বাড়ি, পুকুর ও আবাদি মিলে তিনি দেড় শ’ বিঘারও বেশি জমির মালিক। এছাড়া বগুড়া শহরে একটি বহুতল বাড়ি সহ এক একর জমি রয়েছে কাদের খাঁনের। বগুড়ার রহমান নগর দিলাদারপাড়ায় গরিব শাহ ক্লিনিক নামে একটি ক্লিনিকও আছে তার।

কাদের খাঁনের বিরুদ্ধে অভিযোগ, মোট সম্পদের মূল্য ১৫ কোটি টাকার বেশি হলেও হলফনামায় স্থাবর-অস্থাবর মিলিয়ে তিনি সম্পদের পরিমাণ দেখিয়েছিলেন ১ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকার।  বগুড়ায় কাদের খাঁনের বাড়ি  

ধোপাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ বলেন, ‘কাদের খাঁনের ক্ষমতার উৎস ছিল অস্ত্র। তিনি প্রচুর অর্থ-সম্পদের মালিক। তিনি এলাকার লোকদের বলতেন, এমপি হওয়ার জন্য যত টাকা লাগে খরচ করব।’

কাদের খাঁনের সম্পত্তির বিষয়ে পশ্চিম ছাপরহাটির বাসিন্দা আবদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাবার কাছ থেকে পাওয়া জমি ছাড়াও কাদের খাঁনের নিজস্ব শতাধিক বিঘা জমি রয়েছে। এসব জমি তিনি বর্গা দিতেন।  এমপি থাকার সময় তিনি এই এলাকায় ৫০ বিঘারও বেশি জমি কিনেছিলেন।’

বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রেজাউল করীম বলেন, ‘কাদের খাঁন এমপি থাকার সময়ে আমি তার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতাম। কাদের খাঁনের বাবা বিত্তশালী ছিলেন। বাবার রেখে যাওয়া সম্পত্তি সহ তিনি প্রায় ২০০ বিঘা জমির মালিক। জমি, দুটি বাড়ি, ব্যাংক ব্যালেন্স সহ ১৫ কোটি টাকারও বেশি সম্পদের মালিক তিনি।’

ছাপরহাটি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার নুর ইসলামও একই কথা জানিয়েছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুধু ছাপরহাটি ইউনিয়ন নয়, পুরো সুন্দরগঞ্জ উপজেলায় অনেকে সম্পদ আছে কাদের খাঁনের নামে।  বিলাসবহুল দোতলা বাড়ি, বিশাল তিনটি পুকুর, আবাদি জমি, গাড়ি রয়েছে তার। সব মিলে তার সম্পদের পরিমাণ ১৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে।’ কাদের খাঁনের গ্রামের বাড়ি

এলাকার লোকজন কাদের খাঁনকে বিত্তশালী হিসেবেই চেনে। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের আবদুল আজিজকে হারিয়ে এমপি নির্বাচিত হন তিনি। এমপি থাকার সময় তার বিরুদ্ধে টিআর, কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। বর্তমানে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা চারটি মামলা বিচারাধীন। 

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহবাজ (মাস্টারপাড়া) গ্রামে নিজ বাড়িতে গুলিতে নিহত হন এমপি লিটন। পরদিন ১ জানুয়ারি লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

লিটন হত্যায় জড়িত থাকার অভিযোগে গত ২১ ফেব্রুয়ারি কাদের খাঁনকে বগুড়ার গরীব শাহ ক্লিনিক থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন তার গাড়িচালক, এক ভাতিজা, কাজের ছেলে ও রানা নামে এক ব্যক্তি। গত শনিবার লিটন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন কাদের খাঁন।

/এমএ/এএআর/আপ-এফএস/

আরও পড়ুন- 


কাদের খাঁনের অবৈধ অস্ত্র-ভাণ্ডারের সন্ধানে পুলিশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
বৃষ্টিতে লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই শ্রমিক
বৃষ্টিতে লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই শ্রমিক
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ