X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সীমান্তে বিজিবিকে সিসি ক্যামেরা-ফ্ল্যাশলাইট বসাতে দিলো না বিএসএফ

হিলি প্রতিনিধি
২৪ জুন ২০১৭, ১৬:০২আপডেট : ২৪ জুন ২০১৭, ১৬:০৭

দিনাজপুরের হিলি সীমান্তে ক্যামেরা-ফ্ল্যাশলাইট বসাতে বাধা দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। চোরাচালান ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হিলি সীমান্তের কামালগেটের কাছে এই উদ্যোগ নিলে তাতে বাধা দেয় বিএসএফ। এতে বর্তমানে ওই এলাকায় সিসি ক্যামেরা ও ফ্ল্যাশলাইট স্থাপন আপাতত বন্ধ রয়েছে।

সীমান্তে বিজিবির স্থাপন করা পিলার, এতেই ক্যামেরা ও ফ্ল্যাশলাইট বসাতে চেয়েছিলো বিজিবি শনিবার দুপুরে হিলি সীমান্তের ২৮৪নং মেইন পিলারের ৫০ নং সাব পিলারের বিজিবির ২নং পোস্টের কাছে এ ঘটনাটি ঘটে। পরে বিজিবি ও বিএসএফ উভয় বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ নিয়ে দুই বাহিনীর মাঝে এ বিষয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই হিলি সীমান্তের কামালগেটের পার্শ্ববর্তী এলাকা থেকে বিজিবির হিলি বিওপি এলাকাধীন ফুটবল মাঠ পর্যন্ত সিসি ক্যামেরা ও ফ্ল্যাশলাইট স্থাপনের জন্য পিলারসহ তার টানার কাজ চলছিল। দুপুরে সীমান্তের কামালগেটের পার্শ্বের এলাকায় সিসি ক্যামেরা ও ফ্ল্যাশলাইট স্থাপন করতে গেলে ভারতীয় সীমান্তবর্তী এলাকাবাসী তাদের দেশের দিকে তাক করে ক্যামেরা ও ফ্ল্যাশলাইট লাগানো হচ্ছে এমন অভিযোগে ক্যামেরা লাগাতে নিষেধ করেন। এসময় তারা ইট-পাটকেলও নিক্ষেপ করে।

পরে বিষয়টি জানাজানি হলে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি সুরেশ কুমার ও বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু শিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

সীমান্তে বিজিবির স্থাপন করা পিলার, এতেই ক্যামেরা ও ফ্ল্যাশলাইট বসাতে চেয়েছিলো বিজিবি এসময় বিএসএফ ক্যাম্প কমান্ডার সুরেশ কুমার বলেন, ‘যেহেতু আপনারা ক্যামেরা ও ফ্ল্যাশলাইটগুলো আমাদের দেশের দিকে তাক করে লাগাচ্ছেন এতে ভারতীয়রা ক্ষিপ্ত হয়ে গেছে।’ এসময় তিনি সেখানে কাজ বন্ধ রাখার কথা বলেন। এছাড়াও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকদিন ধরেই সীমান্তের হিলি রেলস্টেশন এলাকার মতো কামালগেটের পার্শ্বে থেকে ফুটবল মাঠ পর্যন্ত সিসি ক্যামেরা ও ফ্ল্যাশলাইট লাগানোর কাজ চলছিলো। আজ (শনিবার) ক্যামেরা লাগানোর সময় ভারতীয়রা সেই কাজে বাধা দেয়। পরে বিজিবি ও বিএসএফ উভয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এসময় বিএসএফের পক্ষ থেকেও আমাদের কাজ বন্ধ রাখার কথা বলে।

বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু শিকদার আরও বলেন, ‘আপাতত সেখানে ক্যামেরা ও ফ্লাসলাইট লাগানোর কাজ বন্ধ রয়েছে। বিষয়টি আমরা আমাদের ঊদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বিকালে এ নিয়ে দু’বাহিনীর মাঝে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে কাজ শুরু হবে।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওয়ালটন এসি কিনে মিলিয়নিয়ার গাজীপুরের আলী
ওয়ালটন এসি কিনে মিলিয়নিয়ার গাজীপুরের আলী
থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
গরমে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা আছে: ইসি আনিছুর
গরমে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা আছে: ইসি আনিছুর
যাত্রাবাড়ীতে ব্যবসায়ীর টাকা ও স্বর্ণ ছিনিয়ে নিলো ছিনতাইকারীরা
যাত্রাবাড়ীতে ব্যবসায়ীর টাকা ও স্বর্ণ ছিনিয়ে নিলো ছিনতাইকারীরা
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস